বছর শেষে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। শোনা গিয়েছে, মরুশহরে হবে পঁচিশের আইপিএলের হাইভোল্টেজ নিলাম। (ছবি-বিসিসিআই)
দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে সেই মেগা নিলামে। একইসঙ্গে ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারেরও ভাগ্য পরীক্ষা হবে মেগা নিলামে। (ছবি-পিটিআই)
একাধিক ভারতীয় তারকা ক্রিকেটারকে ধরে রাখতে পারেনি তাঁদের পুরনো ফ্র্যাঞ্চাইজি। অবশ্য মেগা নিলামে আবার তাঁদের দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার আগে এক ঝলকে দেখে নিন যে ৫ ক্রিকেটার আইপিএল নিলামে অনেক টাকা পেতে পারেন। (ছবি-বিসিসিআই)
প্রথমেই বলতে হয় শ্রেয়স আইয়ারের নাম। কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেনের দিকে মেগা নিলামে বিশেষ নজর থাকবে। ১৭তম আইপিএলে নাইটদের ট্রফি জিতিয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর দিকে নজর দিল্লি, আরসিবি, পঞ্জাবের। নিলামে তাঁর দর অনেকটাই বেশি হতে পারে। (ছবি-পিটিআই)
লখনউ সুপার জায়ান্টস শিবির ছেড়েছেন লোকেশ রাহুল। যার ফলে এ বছরের হাইভোল্টেজ মেগা নিলামে তাঁর দিকেও বিশেষ নজর থাকবে। যে টিমগুলো ক্যাপ্টেনের খোঁজে রয়েছে, তারা চাইবে রাহুলকে টিমে নিতে। মেগা নিলামে তাঁর অনেকটাই দর উঠতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। (ছবি-পিটিআই)
ঈশান কিষাণের দিকেও মেগা নিলামে বিশেষ নজর থাকবে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নিলামে ফের দলে টানার চেষ্টা করতে পারে। এ ছাড়াও ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের দিকে অনেকের নজর থাকবে। জাতীয় দল থেকে যতই তিনি আপাতত দূরে থাকুন, তাঁর দরও অনেকটা বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। (ছবি-পিটিআই)
দিল্লি ক্যাপিটালস ধরে রাখেনি ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে। তাঁর মতো বিধ্বংসী ক্রিকেটারকে নিয়ে নিলামে যে কাড়াকাড়ি চলবে, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ব্যাটিং যেমন প্রতিপক্ষকে চাপে ফেলে, তেমনই তাঁর উইকেটকিপিং দক্ষতাও অসাধারণ। নিলামে তাই তাঁর উপর টাকার বৃষ্টি হতে অবাক হওয়ার থাকবে না। (ছবি-পিটিআই)
ভারতের বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংয়ের দিকে বিশেষ নজর থাকবে মেগা নিলামে। প্রীতি জিন্টার পঞ্জাব কিংস তাঁকে রিটেন করেনি। কিন্তু নিলামে ফের দলে টানার চেষ্টা করতে পারে। এ ছাড়াও পঞ্জাবের ছেলেকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোও আগ্রহ দেখাতে পারে। নিলামে তাঁকে নিয়ে কোটি কোটি টাকার বিড হলে অবাক হওয়ার থাকবে না। (ছবি-পিটিআই)