চরম ব্যর্থ রাহুল-অভিমন্যুরা, অজিদের বিরুদ্ধে ধ্রুবর লড়াকু ইনিংস


চরম ব্যর্থ রাহুল-অভিমন্যুরা, অজিদের বিরুদ্ধে ধ্রুবর লড়াকু ইনিংসImage Credit source: X

কলকাতা: আর দিন তিনেক পর ভারতীয় টিম যাবে অস্ট্রেলিয়া সফরে। আপাতত সে দেশে ভারতের-এ টিমের ক্রিকেটাররা আনঅফিসিয়াল টেস্টে ব্যস্ত। প্রথম টেস্ট ভারত-এ হেরেছিল। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট। টস জিতে ভারতীয় টিমকে ব্যাটিংয়ে পাঠান অজি ক্যাপ্টেন। পারথ টেস্টে ভারতের সিনিয়র টিমের ওপেনিং কম্বিনেশন দেখার একটা মহড়া হিসেবে দেখা হচ্ছিল ভারত-এ ও অস্ট্রেলিয়া-এ টিমের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টকে। সেখানে ভারতের টপ অর্ডার চরম ব্যর্থ। এই ম্যাচে ভারতের প্রথম ইনিংসে ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণ ও লোকেশ রাহুল (KL Rahul)। প্রত্যাশা মতো ঈশান কিষাণের জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে এই টেস্টে খেলছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। রাহুল-অভিমন্যুরা যেখানে ব্যাট হাতে চরম ব্যর্থ, সেখানে ধ্রুব আশার আলো দেখিয়েছেন।

ওপেনিংয়ে নেমে শূন্যে ফেরেন ভারত-এ দলের ভাইস ক্যাপ্টেন অভিমন্যু। অপর ওপেনার হিসেবে খেলা রাহুল করেন ৪ বলে ৪। তিনে নামা সাই সুদর্শন শূন্যে ফেরেন। এরপর ভারত-এ টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ৬ বলে ৪ করেন। তৃতীয় ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১১-৪। সেখান থেকে হাল ফেরান দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেল। এই জুটি ভালো ছন্দেই এগোচ্ছিল। তবে দেবদত্ত বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ করে আউট হন। ছয়ে নেমে তরুণ উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল ১৮৬ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস উপহার দেন ৬টি চার ২টি ছয় ছিল তাঁর ইনিংসে। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ১৬ ও প্রসিধ কৃষ্ণ করেন ১৪ রান। সবমিলিয়ে ১৬১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

এই খবরটিও পড়ুন

এরপর অজিদের প্রথম ইনিংস শুরু হয়। নবম ওভার অবধি অজি জুটি ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। এরপর মুকেশ কুমার ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ওপেনার নাথান ফেরেন ১৪ করে। প্রথম দিন টিম ইন্ডিয়াকে দ্বিতীয় উইকেট এনে দেন খলিল আহমেদ। তিনে নামা ক্যামেরন ব্যানক্রফ্ট ফেরেন ৩ রান করে। প্রথম দিনের শেষে অজিদের স্কোর ২ উইকেটে ৫৩। ক্রিজে ২৬ রানে অপরাজিত মার্কাস হ্যারিস ও ১ রানে নট আউট স্যাম কন্টাস। এখনও অজি টিম ভারতীয় দলের থেকে প্রথম ইনিংসে ১০৮ রানে পিছিয়ে রয়েছে।



Leave a Reply