প্রথম মরসুমের ক্যাপ্টেন স্নেহকে ছাড়ল গুজরাট, রিচা-তিতাস থেকে গেলেন পুরনো টিমে


WPL Retention: প্রথম মরসুমের ক্যাপ্টেন স্নেহকে ছাড়ল গুজরাট, রিচা-তিতাস থেকে গেলেন পুরনো টিমে

কলকাতা: ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল — আইপিএলের নিলামে কার দর সবচেয়ে বেশি চড়বে? এই প্রশ্ন নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই মেয়েদের আইপিএলও ঢুকে পড়ল চর্চায়। উইমেন্স প্রিমিয়ার লিগের ৫ টিম এদিনই তাদের রিটেনশন লিস্ট জমা করল। নিয়ম অনুযায়ী, ১৮ জন প্লেয়ার প্রতি টিম রাখতে পারবে। সেই স্কোয়াডে সর্বোচ্চ রাখা যাবে ৬জন বিদেশি। সেই লিস্টে চমকও থাকছে। স্নেহ রানা, লিয়া তাহুহু, পুনম যাদবদের রিলিজ করে দিয়েছে তাঁদের ফ্র্যাঞ্চাইজি। একইভাবে দুই বিদেশি হেদার নাইট এবং ইসি ইয়ংকে ছেড়ে দিল তাঁদের ফ্র্যাঞ্চাইজি। যার অর্থ হল মেয়েদের আগামী আইপিএলে মিনি নিলাম হবে। ডিসেম্বরে হওয়ার কথা নিলাম।

গত বারের চ্যাম্পিয়ন আরসিবি একমাত্র টিম যারা, কোটা পূরণ করে ৬ বিদেশিকেই রিটেন করেছে। বাকি সব টিমেই একটা বা দুটো বিদেশি কোটা ফাঁকা। মুম্বই ইন্ডিয়ান্স ইসির সঙ্গে ফতিমা জাফর, হুমাইরা কাজি, প্রিয়াঙ্কা বালাকে রিলিজ করেছে। হরমনপ্রীত কৌর, যস্তিকা ভাটিয়া, অ্যামেলিয়া কেরদের মতো প্লেয়ারদের আগামী মরসুমের জন্য ধরে রেখেছে। মুম্বইয়ের পার্সে রয়েছে ২.৬৫ কোটি। আর ৪ ক্রিকেটার নিতে পারবে তারা। আরসিবির ৪টে স্লট বাকি থাকার পাশাপাশি ৩.২৫ কোটি টাকা পার্সে রয়েছে। স্মৃতি মান্ধানা, এলিস পেরিদের ধরে রাখার পাশাপাশি রিচা ঘোষকে ধরে রাখল বেঙ্গালুরু। তালিকায় রয়েছেন একতা বিস্ত, শ্রেয়াঙ্ক পাটিল, কনিকা আহুজারাও। জেমাইমা রডরিগজ, শেফালি ভার্মা, রাধা যাদব, তানিয়া ভাটিয়াদের ধরে রাখল দিল্লি। বাংলার আর এক সফল ক্রিকেটার তিতাস সাধুও রয়েছেন। দিল্লির পার্সে রইল ২.৫০ কোটি। বাকি আর ৪ স্লট। উত্তরপ্রদেশ অ্যালিসা হিলি, দীপ্তি শর্মা, চামারি আতাপাত্তু, রাজেশ্বরী গায়কোয়াড়দের রেখে দিল। ছেড়ে দিল লক্ষ্মী যাদব, পার্শ্বভী চোপড়া, লরেন বেলদের। টিমের নির্ভরযোগ্য ক্রিকেটার ড্যানি ওয়াট হগকে আরসিবির কাছে বিক্রি করে দিল ইউপি ওয়ারিয়র্স।

গুজরাটে থেকে গেলেন অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, মন্নত কাশ্যপ, মেঘনা সিংরা। প্রথম মরসুমে গুজরাটের ক্যাপ্টেন ছিলেন স্নেহ রানা। তাঁকে ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে। এই ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন বেদা কৃষ্ণমূর্তি। গুজরাটের পার্সে ৪.৪০ কোটি। তারা নিতে পারবে ৪ জন প্লেয়ার।

এই খবরটিও পড়ুন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে ক্রিকেটারদের রিটেন করল – স্মৃতি মান্ধানা, আশা শোভানা, রেনুকা সিং, রিচা ঘোষ, একতা বিস্ত, সাব্বিনেনি মেঘনা, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, জর্জিয়া ওয়েরহ্যাম, সোফি ডিভাইন, কেট ক্রস, এলিস পেরি, সোফি মোলিনাক্স, ড্যানি ওয়াট (ট্রেডেড প্লেয়ার)।

দিল্লি ক্যাপিটালস যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যালিস ক্যাপসি, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগজ, জেস জোনাসেন, মারিজান কাপ, মেগ ল্যানিং, মিন্নু মনি, রাধা যাদব, শেফালি ভার্মা, শিখা পান্ডে, স্নেহা দীপ্তি, তানিয়া ভাটিয়া ও তিতাস সাধু।

মুম্বই ইন্ডিয়ান্স যে ক্রিকেটারদের রিটেন করল – আমনদীপ কৌর, আমনজোৎ কৌর, টায়রন, হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথুজ, জিন্তিমনি কলিতা, কীর্থানা বালাকৃষ্ণণ, নাতালি স্যাভিয়ের, পূজা বস্ত্রাকার, সাজানা, সাইকা ইশাক, শবনম ইসমাইল, যস্তিকা ভাটিয়া।

গুজরাট জায়ান্টস যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, ভারতী ফুলমালী, দয়ালান হেমলতা, হরলীন দেওল, কেশবী গৌতম, লরা উলভার্ট, মন্নত কাশ্যপ, মেঘনা সিং, ফোবি লিচফিল্ড, প্রিয়া মিশ্র, সায়ালি সাতঘরে, শবনম শাকিল, তনুজা কানওয়ার।

উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স যে ক্রিকেটারদের রিটেন করল – অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, চামারি আতাপাত্তু, দীপ্তি শর্মা, গহর সুলতানা, গ্রেস হ্যারিস, কিরণ নভগীরে, পুনম খেমনার, রাজেশ্বরী গায়কোয়াড়, সাইমা ঠাকর, স্বেতা শেহরাওয়াত, সোফি এক্লিস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা, উমা ছেত্রী ও বৃন্দা দীনেশ।

Leave a Reply