আথিয়া-রাহুলের নয়া ইনিংস, পরিবারে আসছে খুদে সদস্য


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দুবছরের মধ্যেই সুখবর দিলেন আথিয়া শেট্টি। অন্তঃসত্ত্বা অভিনেত্রী। তাঁর ও ক্রিকেটার কে এল রাহুলের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। পরিবারে আসছে খুদে সদস্য। শুক্রবারই সোশাল মিডিয়ায় খুশির খবর জানালেন তারকা দম্পতি। সন্তানের জন্মের সময়ও জানিয়ে দিলেন তাঁরা।

 

ক্রিকেটের ময়দানে রাহুলের সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু ব্যক্তিগত জীবনে স্ত্রী আথিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ব্যাটার। আথিয়া-রাহুল দুজনই একই পোস্ট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। আর সেই পোস্টেই জানিয়েছেন, তাঁদের জীবনের সুন্দর এক আশীর্বাদ আসছে। আর সন্তানের জন্ম হবে ২০২৫ সালে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

নাতি হোক বা নাতনি, দাদু সুনীল শেট্টির আহ্লাদ আর যেন মনের অন্দরে ধরে না। মেয়ে-জামাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি। মামা হতে চলেছেন আহান শেট্টিও। আথিয়ার পোস্টে ভালোবাসা ভরা চোখের ইমোজি দিয়েছেন তিনি। আর দিয়েছেন হাততালির ইমোজি। কমেন্টবক্সে বাকিদের শুভেচ্ছার পালাও শুরু হয়ে গিয়েছে। হবু মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন প্রত্যেকে।

 

২০১৯ সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনও ভালোবাসার কথা সরাসরি স্বীকার না করলেও তাঁদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। জন্মদিনে সোশাল মিডিয়াতেই একে অপরকে ভালবাসায় মোড়া শুভেচ্ছা জানাতেন তাঁরা। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। নীল শেট্টির খান্ডালার বাংলো জাঁহাতেই রাহুলের গলায় মালা দিলেন আথিয়া শেট্টি। এর আগে একাধিকবার তাঁদের পরিবারে নতুন অতিথি আসার রটনা রটেছে। এবার তা ঘটনায় পরিণত হল।



Leave a Reply