ব়্যাগিংয়ের শিকার বিরাটও! সচিনের পায়ে যখন লুটিয়ে পড়েছিলেন কোহলি, তারপর…Image Credit source: ICC
কলকাতা: শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় সিনিয়ররা একাধিক জুনিয়রদের ব়্যাগিং করে থাকে। যার জেরে অনেক তরুণ শিক্ষার্থী প্রাণও হারায়। ভারতীয় টিমের ড্রেসিংরুমেও তেমন ব়্যাগিং হয়? আসলে ঠিক ব়্যাগিং নয়, কিন্তু ভারতের তরুণ ক্রিকেটারদের সঙ্গে প্র্যাঙ্ক করা হয়। বিরাট কোহলি (Virat Kohli) যখন সদ্য ভারতীয় টিমে পা রেখেছিলেন, সেই সময় তাঁর সঙ্গেও এক প্র্যাঙ্ক করা হয়েছিল। সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এসে সেই গল্পই শুনিয়েছেন বিরাট।
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর একাধিক তরুণ ক্রিকেটারের আদর্শ। সম্প্রতি ৩৬-এ পড়েছেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারের শুরুর দিকে সচিনের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছিলেন বিরাট। সালটা ছিল ২০০৮। সেই সময় ২৬/১১ দুর্ঘটনার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি সিরিজ ছিল। তার আগে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেছিলেন বিরাট। কিন্তু সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলার সুযোগ এর আগে তাঁর হয়নি। সচিনের সঙ্গে ড্রেসিংরুমে প্রথম দেখা হওয়ার পর কী হয়েছিল বিরাটের সঙ্গে? সেই গল্পই শুনিয়েছেন ভিকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা যায়, ‘২০০৮ সালে তাজের ঘটনাটা (মুম্বই অ্যাটাক) হওয়ার পর আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছিলাম। তার আগে আমি ভারতের হয়ে খেলেছি। কিন্তু শ্রীলঙ্কায় সচিন পাজি ছিলেন না। তিনি বিশ্রামে ছিলেন। আমি সুযোগ পেয়েছিলাম টিমে। আমি তখন থেকেই চাইছিলাম পরের সিরিজে তাঁর সঙ্গে খেলতে। এরপর যখন প্রথম বার তাঁর সঙ্গে দেখা হয়, আমি তাঁর পায়ে লুটিয়ে পড়েছিলাম। তিনি পিছনে সরে যাচ্ছিলেন।’
বিরাটের ওই কাণ্ড দেখে সচিন বলতে থাকেন, ‘এটা কী করছো তুমি?’ এরপর কোহলি বলেন, ‘আমি তো তাঁকে বলতেও পারছিলাম না যে, আমাকে এটা করতে বলা হয়েছে।’ এরপরই কোহলি জানান, এই প্ল্যানের মাস্টারমাইন্ড ইরফান পাঠান ও মুনাফ প্যাটেলরা। তাঁরাই কোহলিকে এমনটা করতে বলেছিলেন। এই কথাগুলো বলতে গিয়ে হাসতে থাকেন কোহলি। বোঝাই যায়, টিমে নতুন আসায় মজা করছিলেন তাঁর সিনিয়ররা।
Virat Kohli talking about the prank when he meets Sachin Tendulkar for the first time.
– He said “Main pairon main gir gaya Sachin Paaji ke”. ❤️😂pic.twitter.com/ocxbbvBinn
— Tanuj Singh (@ImTanujSingh) November 7, 2024