অতীত ভুলে নয়া লড়াইয়ের বার্তা, সন্দীপ-সাবিরের ‘পেপ-টকে’ ডার্বিতে উদ্বুদ্ধ মহামেডান


শিলাজিৎ সরকার: একজন ১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য, যা ভারতীয় ক্রিকেটের প্রথম সর্বোত্তম আন্তর্জাতিক সাফল্য। অন্যজন ১৯৭৪ সালে এএফসি যুব চ্যাম্পিয়নশিপে যুগ্মজয়ী দলের নেতা, যা ভারতীয় ফুটবলের শেষ আন্তর্জাতিক সাফল্য।

সেই দুই কিংবদন্তি– ক্রিকেটের সন্দীপ পাটিল আর ফুটবলের সাবির আলির ‘ভোকাল টনিক’ নিয়েই শনিবার ডার্বিতে নামছে মহামেডান স্পোর্টিং। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের টিম হোটেলে পৌঁনে এক ঘণ্টা চলল সাদা-কালো ফুটবলারদের উদ্বুদ্ধ করার পর্ব। সেখানে কী ‘মন্ত্র’ দিলেন দুই কিংবদন্তি? ‘‘আমরাও বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বজয় করেছি,’’ বলছিলেন সন্দীপ পাটিল। সঙ্গে টিমকে আরও বললেন, ‘‘আইএসএল সবে শুরু হয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি। তোমাদেরও ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ আছে। অতীত নিয়ে না ভেবে সেদিকে মন দাও।’’ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি ক্রিকেটের লোক, ফুটবলের কোচ নই। তবে মহামেডান ফুটবলারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে ভালোই লাগল।’’ হারের হ্যাটট্রিকের কথা ভুলে ডার্বিতে মন দেওয়ার কথা শুনিয়েছেন মহামেডানের প্রাক্তন তারা সাবির আলিও। তাঁর কথায়, ‘‘১৯৭৪ সালে প্রথমে আমাদের ব্যাঙ্কক যাওয়া নিয়ে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু ফেডারেশন ভরসা রেখে জানিয়েছিল, এই দল কোয়ার্টার ফাইনাল খেলবেই। সেখানে আমরা প্রতিটা ম্যাচেই ভালো পারফর্ম করি। খেলায় হার-জিত আছেই। ইস্টবেঙ্গলও ম্যাচ হেরেছে। সব ভুলে জয়ের উপর ফোকাস করতে হবে।’’

ইনভেস্টর শ্রাচি স্পোর্টসের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাহুল টোডিও। তবে ক্লাবের তরফে দীপেন্দু বিশ্বাস ছাড়া আর কোনও কর্তাই উপস্থিত ছিলেন না সেখানে। আইএসএলে এক ডার্বি থেকে সূচনা হয়েছিল মহামেডানের হারের হ্যাটট্রিকের। দ্বিতীয় ডার্বিতে এসে তা শেষ করাই লক্ষ্য সাদা-কালো ফুটবলারদের। জোসেফ আদজেইয়ের অনুপস্থিতিতে রক্ষণ সামলানোর গুরুদায়িত্ব রয়েছে ফ্লোরেন্ট অগিয়েরের উপরে। ফরাসি ডিফেন্ডারের বার্তা, ‘‘এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গোল ঠেকানোর দায়িত্ব যে আমার উপরেই, সেটাও আমি জানি।’’ লাল-হলুদের প্রাক্তন অমরজিৎ সিং কিয়ামও বড় ভরসা মহামেডানের। যিনি বললেন, ‘‘আমি এখন মহামেডানের প্লেয়ার। শুধু নিজেদের জয় নিয়েই ভাবছি।’’

Leave a Reply