Gautam Gambhir: নিরাপদ নয় গৌতম গম্ভীরের হটসিট! লাল ও সাদা বলে দুই কোচ ভারতের?Image Credit source: PTI FILE
কলকাতা: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রবল চাপে। অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia) ব্যর্থ হলে তাঁর চাকরিও যেতে পারে। অবশ্য এই বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) ভারতীয় দল ভালো পারফর্ম করলেও পূর্ণ কোচের দায়িত্বে যে তিনি থাকবেন, তা জোর দিয়ে বলাও যাচ্ছে না। সূত্রের খবর, বোর্ড নাকি এ বার লাল ও সাদা বলের জন্য আলাদা কোচের কথা ভাবছে। তেমনটা হলে এটা বলাই যায় যে, ভারতীয় টিমে গম্ভীরের জায়গা আর নিরাপদ নয়।
ভারতীয় টিমে এ বার স্পিল্ট কোচিং সিস্টেম শুরু হবে?
দৈনিক জাগরণের এক রিপোর্ট অনুযায়ী, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় টিম ভালো পারফর্ম না করতে পারলে এ বার টেস্টে কোচ হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। আর ওয়ান ডে ও টি-টোয়েন্টির কোচ থাকবেন গম্ভীর। লক্ষ্মণ বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে রয়েছেন। এখন অবশ্য সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় টিমের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তিনি। গৌতম গম্ভীর এ বার ভারতের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাবেন। তাই গম্ভীরের জায়গায় প্রোটিয়া সফরে স্কাইদের কোচ হয়ে গিয়েছেন লক্ষ্মণ।
এই খবরটিও পড়ুন
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর ভারতীয় টিম তাঁর অধীনে এখনও অবধি ২টি টি-টোয়েন্টি সিরিজ, ১টি ওডিআই সিরিজ এবং ২টি টেস্ট সিরিজ খেলেছে। তাতে ২টি টি-২০ সিরিজ জিতেছে ভারত। একটি ওডিআই সিরিজে হার ও ২টি টেস্ট সিরিজের একটিতে জয় ও ১টি হারের মুখ দেখেছে ভারত। এ বার দেখার অজি সফরে গিয়ে গম্ভীরের মান বাঁচে কিনা।