রোহিত-গম্ভীরদের সঙ্গে বোর্ডের ম্যারাথন মিটিং, অজি সফরের আগে বাড়ছে চাপImage Credit source: PTI FILE
কলকাতা: যে টিম কোনও সিরিজ হারে, এরপর সে দেশের বোর্ড খাতা-কলম নিয়ে নেমে পড়ে আসরে। ভুলভ্রান্তি কোথায়, খুঁজে বের করা হয়। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর বিসিসিআই এক লম্বা বৈঠক করেছে। যা চলে প্রায় ৬ ঘণ্টা ধরে। নির্বাচক প্রধান অজিত আগরকরের উপস্থিতিতে একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। ওই মিটিংয়ে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, টিমের হেড কোচ গৌতম গম্ভীরও। একইসঙ্গে বিসিসিআই প্রধান রজার বিনি ও বোর্ড সেক্রেটারি জয় শাহও উপস্থিত ছিলেন ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সিনিয়র কর্তা বলেন, ‘৬ ঘণ্টার একটা ম্যারাথন মিটিং হয়েছে। ওই রকম একটা বিপর্যয়ের পর যেটা হওয়ারই ছিল। ভারত এ বার অস্ট্রেলিয়া সফরে যাবে। আর বোর্ড এ সময় নিশ্চিত করতে চায় যে, দল যেন সঠিক ট্র্যাকে থাকে। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক (গম্ভীর-রোহিত-অজিত) কী ভাবছে সেটাও জানা দরকার।’
অজি সফরের আগে তা হলে কি বাড়ছে চাপ? পরিস্থিতি যা, তাতে এমনটাই বলতে হচ্ছে। ম্যারাথন মিটিংয়ে একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উঠেছে গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে প্রশ্ন। জসপ্রীত বুমরাকে কেন তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে।