অপেক্ষার অবসান! রনজিতেই মাঠে ফিরছেন শামি


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দীর্ঘদিন ধরে তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফিতেও দলে রাখা হয়নি তাঁকে। দেশের মাটিতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাত ধাওয়া করেছে ভারতীয় পেসারকে। অবশেষে অপেক্ষার অবসান। ৩৫৯ দিন পর মাঠে ফিরতে চলেছেন মহম্মদ শামি। আর সেটা বাংলার জার্সিতেই। সেই বিষয়ে নিশ্চিত করেছে সিএবি।

নাটকের পর নাটক চলেছে শামিকে নিয়ে। চোট, ফিরে আসার মরিয়া চেষ্টা। ফের চোটের জন্য কামব্যাক পিছিয়ে যাওয়া। বর্ডার গাভাসকর দলে সুযোগ না পাওয়া। সবকিছুর শেষে সুখবর ক্রিকেটভক্তদের জন্য। বুধবার রনজি ট্রফিতে বাংলার ম্যাচ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে। সেখানে ফের শামিকে চেনা রান আপে ছুটে আসতে দেখা যাবে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় ইন্দোর পৌঁছচ্ছেন শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ইতিমধ্যেই ছাড়পত্র চলে এসেছে। 

সূত্রের খবর ছিল আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নামতে পারেন শামি। কিন্তু নাটকীয় পালাবদলে অতদিন অপেক্ষা করার প্রয়োজন পড়বে না ক্রিকেটভক্তদের। সিএবি থেকে জানানো হয়েছে, “তারকা পেসার মহম্মদ শামি বুধবার রনজির এলিট সি গ্রুপে মধ্যপ্রদেশের সঙ্গে বাংলার ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। যা বাংলা রনজি দল ও ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট সুখবর। বাংলা দলে শামির অন্তর্ভুক্তি দলের তাগিদ আরও বাড়িয়ে দেবে।”

সুবিধা পাবে বাংলা দলও। কারণ মধ্যপ্রদেশ ম্যাচের আগে বাংলা চিন্তায় পড়ে গিয়েছে। দু’জন পেসারের চোট রয়েছে। ঈশান পোড়েলের হ্যামস্ট্রিংয়ে চোট। কর্নাটকের বিরুদ্ধে রনজি অভিষেক ম্যাচে দুরন্ত বোলিং করা ঋষভ বিবেক ভুগছেন সাইড স্ট্রেন সমস্যায়। ঈশান আর ঋষভ, দু’জনকেই এই ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেটা যে শামির প্রত্যাবর্তনের জন্য আদর্শ মঞ্চ হয়ে উঠবে, সে কথা বলাই বাহুল্য।

Leave a Reply