পাকিস্তানে কেন যাচ্ছেন না? ফ্যানের প্রশ্নের উত্তরে সূর্য বললেন, ‘আরে ভাই…’


Suryakumar Yadav: পাকিস্তানে কেন যাচ্ছেন না? ফ্যানের প্রশ্নের উত্তরে সূর্য বললেন, ‘আরে ভাই…’Image Credit source: AP

কলকাতা: পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) নিয়ে নাটক অব্যহত। ভারত যে পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে যাবে না, তা পরিষ্কার। বোর্ড আইসিসিকে তা জানিয়েছে। পাকিস্তান আবার এই পরিস্থিতিতে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াতে পারে বলেও শোনা গিয়েছে। এমনটা যদি পিসিবি সত্যিই করে, তা হলে বড়সড় ক্ষতির মুখে পড়বে। এই পরিস্থিতিতে প্রোটিয়া-ভূমে ভারতের বর্তমান টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) কয়েকজন ভক্ত ঘিরে ধরেন। স্কাইয়ের কাছে তাঁদের প্রশ্ন, পাকিস্তানে কেন যাচ্ছেন না। কী উত্তর দিয়েছেন সূর্য? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় টিমকে পাকিস্তানে যাওয়ার জন্য কেন্দ্র সবুজ সংকেত দেয়নি। যে কারণেই পিসিবি চাপে পড়েছে। আইসিসিও এই পরিস্থিতিতে খানিক বিপাকে। এরই মাঝে নেটদুনিয়ায় স্কাইয়ের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে ভারতের ক্যাপ্টেন স্কাই তাঁর সতীর্থদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ঘুরতে বেরিয়েছেন। সূর্যর সঙ্গে সেই ভিডিয়োতে রিঙ্কু সিংকেও দেখা যায়। সেখানে কিছু ভক্তদের সঙ্গে ছবি তোলার আবদার মেটান সূর্য-রিঙ্কুরা। এরপরই এক ভক্ত সূর্যকে প্রশ্ন করেন, ‘আমাকে একটা কথা বলতে পারবেন, আপনারা কেন পাকিস্তানে যাচ্ছেন না?’ যা শুনে সঙ্গে সঙ্গে ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন বলেন, ‘আরে ভাই, সেটা আমাদের হাতে নেই যে।’

এই খবরটিও পড়ুন

নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণেই বিশেষ করে টিম ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না বলে শোনা গিয়েছে। পাকিস্তান যদি আয়োজকের ভূমিকা পালন করতে না চায়, তা হলে দক্ষিণ আফ্রিকাতেও টুর্নামেন্ট সরতে পারে। এ খবরও ঘুরছে ক্রিকেট মহলে। মাঝে এও শোনা গিয়েছিল গত বছরের এশিয়া কাপের মতো আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হতে পারে। অবশ্য তাতে নাকি পিসিবির সায় নেই বলেই আপাতত খবর।



Leave a Reply