প্রতীক্ষার অবসান, বাংলার জার্সিতে কামব্যাকের পথে মহম্মদ সামি; ভারতীয় টিমে ফিরবেন কবে?


বাংলার জার্সিতে কামব্যাকের পথে মহম্মদ সামি; ভারতীয় টিমে ফিরবেন কবে?Image Credit source: CAB

কলকাতা: ভারতীয় পেসার মহম্মদ সামির (Mohammed Shami) দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন সামি। রঞ্জি ট্রফির হাত ধরে তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হতে চলেছে। যা একদিকে বাংলা টিমের জন্য অ্যাডভান্টেজ। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের জন্যও সুখবর। বাংলার পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচের স্কোয়াডে রয়েছে সামির নাম। সব ঠিকঠাক থাকলে বুধবার ইন্দোরে শুরু হতে চলা বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচে বল হাতে মাঠে দেখা যাবে সামিকে।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ফুল মার্কসের লক্ষ্যে ঝাঁপাবে বাংলা। সামি টিমে আসায় বাংলা যে শক্তিশালী হল, তা বলাই যায়। পেস বোলিং বিভাগে ভরসা দেবেন তিনি। এই মুহূর্তে এলিট গ্রুপ-সি-এর পাঁচে বাংলা। ৪ ম্যাচে পয়েন্ট ৮। কর্নাটকের বিরুদ্ধে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে বাংলা। এ বার দেখার মধ্যপ্রদেশ ম্যাচে কী হয়।

গত বছরের নভেম্বরে আমেদাবাদে ওডিআই বিশ্বকাপ ফাইনালে শেষবার অ্যাকশনে দেখা গিয়েছিল সামিকে। তারপর অস্ত্রোপচার হয় তাঁর। শুরু হয় রিহ্যাব। মাঝে জানা যায়, রিহ্যাব পর্বে ফের চোট পান তিনি। মাঠে ফেরার জন্য কড়া পরিশ্রম করেন তিনি। প্রায়শই নিজের ইন্সটাগ্রামে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে নিজের ছবি, ভিডিয়ো শেয়ার করেছেন সামি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন দেশের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন সামি। কিন্তু সেই সময় তিনি ১০০ শতাংশ ফিট ছিলেন না। এরপর বর্ডার গাভাসকর ট্রফির জন্য যখন ভারতীয় টিম ঘোষণা হয়, সেই সময়ও সামি পুরোপুরি ফিট না থাকায় দলে সুযোগ পাননি। এরপর তাঁর মন ভেঙেছিল। সময়মতো পুরোপুরি ফিট না হয়ে ওঠার জন্য বোর্ড ও নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চান সামি। অবশেষে সামির অপেক্ষার অবসান হওয়ার পালা এসেছে।

এই খবরটিও পড়ুন

সামি যদি নিজেকে রঞ্জি ম্যাচে পুরো ফিট প্রমাণ করতে পারেন এবং ভালো পারফর্ম করেন, তা হলে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে তাঁকে ভারতীয় টিমে ফের দেখা যেতে পারে। এর উত্তর অবশ্য সময় দেবে।

Leave a Reply