প্রত্যাবর্তনের পথে আরও এক ধাপ, বাংলার রনজি ম্যাচেই কি দেখা যাবে শামিকে?


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: নাটকের পর নাটক চলছে মহম্মদ শামিকে নিয়ে। তবে যে নাটকই চলুক না কেন, তাতে আখেরে লাভ ভারতীয় ক্রিকেটের। খবর ছিল, সব কিছু ঠিকঠাক চললে, চলতি মাসেই মাঠে প্রত‌্যাবর্তন ঘটতে পারে শামির। সেটাই ঘটতে চলেছে। তবে সময়সীমা এগিয়ে আসতে পারে। কবে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটতে পারে ভারতীয় তারকা বোলারের?

সূত্রের খবর ছিল আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নামতে পারেন শামি। কিন্তু নাটকীয় পালাবদলে সম্ভবত অতদিন অপেক্ষা করার প্রয়োজন পড়বে না ক্রিকেটভক্তদের। বুধবার রনজি ট্রফিতে বাংলার ম্যাচ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে। সেই ম্যাচে শামিকে নামানোর প্রবল চেষ্টা চলছে। সবকিছু ঠিকঠাক চললে ফের শামিকে চেনা রান আপে ছুটে আসতে দেখা যেতে পারে। আগামীকাল তিনি বাংলা দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেই খবর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ইতিমধ্যেই ছাড়পত্র চলে এসেছে। যদি রনজিতে শামির প্রত্যাবর্তন ঘটে, তাহলে ভারতীয় ক্রিকেটের জন্য সেটা নিঃসন্দেহে সুখবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply