মাঠে ফিরছেন তামিম, জল্পনা চ‌্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ক্রিকেট থেকে তিনি পুরোপুরি দূরে সরে না গেলেও মাঝে একটা লম্বা সময় ক্রিকেট মাঠ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। ভারত-বাংলাদেশ সিরিজে তাঁকে ধারাভাষ‌্য দিতেও দেখা গিয়েছে। বাংলাদেশের সেই তারকা ব‌্যাটার তামিম ইকবাল আবার ফিরতে চলেছেন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে। যার পর পদ্মাপারে জল্পনা শুরু হয়েছে যে, জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে কি আবার দেখা যাবে?

বাংলাদেশের বিস্ফোরক বাঁ হাতি ব‌্যাটার এখনও টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নেননি। ও দিকে আগামী বছরই চ‌্যাম্পিয়ন্স ট্রফি। পদ্মাপার ক্রিকেটমহলের তাই মনে হচ্ছে, তামিমের এনসিএল টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। তামিম শেষবারের মতো ক্রিকেট খেলেছেন চলতি বছরের মে মাসে। ঢাকা প্রিমিয়ার লিগে।

তবে অদূর ভবিষ‌্যতে তামিমকে ফের জাতীয় দলে দেখা যাবে কি না, সে সব নিয়ে নিশ্চিত ভাবে এখনই কিছু বলতে পারছেন না বাংলাদেশের নির্বাচকরা। পদ্মাপারের অন‌্যতম জাতীয় নির্বাচক হান্নান সরকার বুধবার বলেছেন, ‘‘তামিম এনসিএল টি-টোয়েন্টি খেলবে, এটুকু জানি। কিন্তু জাতীয় দলে ফিরবে কি না, এখনই বলতে পারব না। আসলে জাতীয় দলে ফিরতে হলে সবাইকে আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হয়। তামিমকেও সেই একই পদ্ধতির মধ‌্যে দিয়ে যেতে হবে।’’

অতীতে জাতীয় দল থেকে তামিমের বাদ পড়া এবং শাকিব-আল হাসানের সঙ্গে তাঁর বিবাদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। তামিমের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হলে সেইসব বিতর্ক যে আবার লাইমলাইটে চলে আসবে সেটা অবধারিত।



Leave a Reply