শাকিবের পথেই হাঁটতে পারেন মাহমুদউল্লাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর বাংলাদেশি তারকার!


রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভারতের বিরুদ্ধে সিরিজের পর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মাহমুদউল্লা রিয়াদ। এবার পালা ওয়ানডে থেকেও। তবে সেটা এখনই নয়। সূত্রের খবর, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে-কে বিদায় জানাতে চলেছেন বর্ষীয়ান তারকা। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শেষবার বাংলাদেশের জার্সিতে দেখা যাবে মাহমুদউল্লাহকে।

ঘটনা হল, তাঁর দীর্ঘদিনের সতীর্থ শাকিব আল হাসানও ক্রিকেটকে বিদায় জানানোর প্রায় একই রকম পথ নিয়েছেন। কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি থেকে আচমকা অবসরের কথা জানিয়েছিলেন। টেস্ট ক্রিকেটকে বিদায়ের ক্ষেত্রে অবশ্য চূড়ান্ত নাটকীয় ঘটনা ঘটেছে। আর শাকিবও শেষবার বাংলাদেশের জার্সি গায়ে দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

মাহমুদউল্লাহর ক্ষেত্রে যদিও এত নাটকীয়তা নেই। টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই ফর্মে ছিলেন না বাংলাদেশের ‘ফিনিশার’। হায়দরাবাদে খেলার পরই কুড়ি-কুড়ির ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। ২০২১ সালে অবসর নিয়েছেন টেস্ট থেকে। তবে ৩৮ বছর বয়সি তারকা সম্প্রতি ওয়ানডেতে ফর্মে ফিরেছিলেন। আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচে করেছিলেন ৯৮ রান।

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। ওয়ানডে ক্রিকেটে ৫০০০-র উপর রান আছে মাহমুদউল্লাহর। বিশ্বকাপেও একাধিক সেঞ্চুরি আছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটের অবসরের বৃত্তে ঢুকে পড়তে পারেন তিনি।

Leave a Reply