অনুশীলনে নেট বোলারের ডেলিভারিতে চোট তারকা ব্যাটারের, পারথ টেস্টের আগে চিন্তায় ভারত


স্টাফ রিপোর্টার: আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির জন‌্য ওয়াকা মাঠে প্রস্ততি পর্বের তৃতীয় দিনের মাথায় চোট-শঙ্কা তাড়া করতে শুরু করল ভারতকে। নেটে ব‌্যাটিং করার সময় কনুইয়ে চোট পেলেন ভারতের মিডল অর্ডার ব‌্যাটার সরফরাজ খান। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত। কারণ, সে মাঠের গতি-বাউন্সের সঙ্গে প্রভূত মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের।

স্থানীয় পারথ ক্লাব থেকে গতিশীল তরুণ পেসারদের আনা হয়েছে নেট বোলার হিসেবে। প্র‌্যাকটিসের প্রথম দিন ব‌্যাট করার সময় একটা ডেলিভারি ভারতীয় উইকেটকিপার ব‌্যাটার ঋষভ পন্থের হাতে এসে লাগে। আর বৃহস্পতিবার চোট পেলেন সরফরাজ। ভারতের মারকুটে মিডল অর্ডার ব‌্যাটারের চোট কতটা, সেটা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। তবে দৃশ‌্যতই যন্ত্রণাক্লিষ্ট দেখিয়েছে সরফরাজকে। ডান কনুইয়ে চোট পাওয়ার পর আর নেটে ব‌্যাট করেননি তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান। এখানে লিখে রাখা যাক, পারথে প্রথম টেস্টে প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে সরফরাজের। কারণ, ভারত অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, এখনও তার কোনও নিশ্চয়তা নেই।

অন্যদিকে, অস্ট্রেলিয়া যত ভাবে সম্ভব নিজেদের প্রস্তুত করছে। এদিন অস্ট্রেলীয় ওপেনার উসমান খোয়াজা দেশজ সাংবাদিকদের বলে দিয়েছেন যে, তিনি জশপ্রীত বুমরাহকে সামলানোর একটা উপায় বের করতে সক্ষম হয়েছেন। তা হল, বুমরাকে খেলার সময় তাড়াহুড়ো না করা। তাঁর বিরুদ্ধে সময় নেওয়া। খোয়াজা বলেছেন, ‘‘আসলে অন‌্যরকম বোলিং অ‌্যাকশনের কারণে বুমরাকে খেলা কখনওই সহজ হয় না। তাই প্রথম দিকে ওকে খেলাটা কঠিন হয়ে যায়। কিন্তু একবার বুমরার অ‌্যাকশনের ধাঁধা বুঝে গেলে, খেলে দেওয়া সম্ভব। সবার আগে বুমরার অ‌্যাকশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। বলছি না যে, আমাকে প্রথম বলে আউট করার ক্ষমতা ওর নেই। আছে। কিন্তু বুমরার বিরুদ্ধেও ভালো খেলা সম্ভব।’’ খোয়াজার যুক্তি একেবারে অস্বীকার করাও যায় না। কারণ, আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটে সাত ইনিংসে বুমরার ১৫৫-টা ডেলিভারি খেলেছেন বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনার। রান করেছেন ৪৩। এবং বুমরা তাঁকে একবারও আউট করতে পারেননি!

Leave a Reply