সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের ক্রিকেট যুদ্ধটা চিরকালই রোমাঞ্চকর হয়। কখনও স্মিথ জেতেন, কখনও অশ্বিন। আর আট দিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ-পাঁচটা টেস্ট ধরে চলবে স্মিথ বনাম অশ্বিন ডুয়েল। আর সেই মহাযুদ্ধের জন্য তিনি যে প্রস্তুত, তা জানিয়ে দিয়েছেন অশ্বিন। সাফ জানিয়ে দিয়েছেন, স্মিথকে ঘায়েল করার ‘ব্রহ্মাস্ত্র’ খুঁজে পেয়েছেন তিনি!
‘‘স্পিন বোলিং অসম্ভব ভালো খেলে স্মিথ। ওর নিজস্ব একটা টেকনিক আছে স্পিন খেলার। পেস বোলিংও স্মিথ নিজের একটা স্বতন্ত্র স্টাইলে খেলে,’’ বুধবার অস্ট্রেলিয়া মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে দিয়েছেন অশ্বিন। ‘‘কিন্তু স্পিন বোলিংয়ের মহড়া নেওয়ার সময় স্মিথ আরও বেশি তৈরি হয়ে নামে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামে। আর যে পরিকল্পনা নিয়ে নামে, সেটাকে মাঠে প্রয়োগ করেই ছাড়ে। তবে বছরের পর বছর ধরে স্মিথের পরিকল্পনা ঘাঁটাঘাঁটি করে ওকে ঘায়েল করার একটা রাস্তা খুঁজে পেয়েছি আমি,’’ যোগ করেছেন ভারতীয় অফস্পিনার।
আর শুনতে অবিশ্বাস্য লাগলেও, অশ্বিনকে সেই ‘মিশন’-এ সাহায্য করেছে আইপিএল! ‘‘স্মিথ যখন দিল্লি ক্যাপিটালসে খেলত, রাইজিং পুণে সুপারজায়ান্টসে খেলত, তখন নেট সেশনে ভালো করে খেয়াল করতাম যে ও কী করে? কী ভাবে প্রস্তুতি নেয়? কোন জিনিসটা পছন্দ করে, কোনটাই বা করে না? স্মিথের সবচেয়ে বড় গুণ কী জানেন? ও মগজ দিয়ে ক্রিকেটটা খেলে। থিঙ্কিং ক্রিকেটার বলতে যা বোঝায়, স্মিথ তাই। যে কি না সব সময় বোলারের উপর কর্তৃত্ব করতে চাইবে। আর ব্যাটারকে খেলতে দেখে, তার প্রস্তুতি দেখে, আপনার একটা ধারণা হয়ে যাবে, সেই ব্যাটারকে আউট করতে আপনি পারবেন কি না? প্রথম প্রথম আমার মনে হয়েছে, স্মিথকে থামাতে পারব না। ও জিতে যাবে আমার বিরুদ্ধে। কিন্তু পরের দিকে স্মিথের ব্যাটিং ভালো করে খেয়াল করার পর আমার মনে হয়েছে, ওকে আউট করতে আমি পারব। ও জিতবে না, আমি জিতব,’’ টানা বলে দিয়েছেন অশ্বিন। দেখা যাক, এবারও অশ্বিনের সেই ফর্মুলা কাজ করে কি না?