সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ম্যাচে সামান্য কয়েকটা ওভার বাদ দিলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা টি-২০ সিরিজেই দাপট দেখিয়েছে ভারত। বিশেষ করে প্রথম এবং তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং বিক্রম রীতিমতো নজর কেড়েছে। সব মিলিয়ে সিরিজের একটা ম্যাচে হারতে হলেও দুর্দান্ত টিম ইন্ডিয়ার অধিকাংশ তারকা দুর্দান্ত ফর্মে।
আজ শুক্রবার সিরিজের শেষ এবং নির্ণায়ক ম্যাচে খেলতে নামছে দুই দল। সিরিজ জয় নিশ্চিত করতে জিততেই হবে সূর্যদের। উলটোদিকে প্রোটিয়াদের কাছে সমতা ফেরানোর সুযোগ থাকছে। জো’বার্গে তাই মরিয়া হয়ে নামবে তাঁরাও। চলতি সিরিজে নজর কেড়েছেন ভারতের স্পিনাররা। শুক্রবার স্পিন অস্ত্র মোকাবিলাটাই মূল চ্যালেঞ্জ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার জন্য।
সার্বিকভাবে গোটা দলই ভালো ফর্মে। তবে শেষ যুদ্ধে নামার আগে একজনকে নিয়ে খচখচানিও রয়েছে ভারতের। রিঙ্কু সিংকে নিয়ে! আসলে রিঙ্কর ফর্ম ও ব্যাটিং পজিশন দু’টোই একটা ধোঁয়াশা তৈরি করেছে। কখনও তিনি ছ’নম্বরে ব্যাট করতে যাচ্ছেন, কখনও সাতে। সহজে, তাঁকে ‘ফ্লোটার’ হিসেবে ব্যবহার করছে ভারতীয় টিম। আর সেই স্ট্র্যাটেজি যে রিঙ্কুর ক্ষেত্রে কাজ করছে না, সেটা স্পষ্ট। যার অর্থ, রিঙ্কুকে ফিনিশারের ভূমিকায় ব্যবহার করার স্ট্র্যাটেজি কাজ করছে না। সে দিক থেকে, আজ রিঙ্কু কেমন করেন, সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, ভারতের আর এক ব্যাটার যিনি এত দিন অফ ফর্মে ছিলেন, সেই অভিষেক শর্মা শেষ পর্যন্ত রান পেয়ে গিয়েছেন। বাকি শুধু রিঙ্কু। এখন দেখার, তিনি শেষ পর্যন্ত কী করেন?
আজ টিভিতে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
জোহানেসবার্গ, রাত ৮.৩০ স্পোর্টস ১৮ নেটওয়ার্ক