বিশ্বের ‘সবচেয়ে আগলে রাখা ফুটবলার’, মেসি বিতর্কে জড়ানো হল রোনাল্ডোকেও!


কলকাতা: মাত্র তিনটে শট নিতে পেরেছিলেন। কোনওটাই টার্গেটে ছিল না। ১৪বার বল পজেশন খুইয়েছেন। মাত্র ৬৭টা টাচ দেখা গিয়েছে। শুধু দুটো গুরুত্বপূর্ণ পাস বেরিয়েছে পা থেকে। সফল ড্রিবল ছিল না। ব্যর্থতার এমন খতিয়ান বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে। তাঁর নাম লিওনেল মেসি। প্রাক বিশ্বকাপের ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে অবাক হেরেছে আর্জেন্টিনা। আর তাতেই ভিলেন হয়ে গিয়েছেন এলএম টেন। সমর্থকরা এতটাই ক্ষুব্ধ মেসির আচরণে যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও জড়িয়ে ফেলা হয়েছে এই বিতর্কে।

মেসিকে ঠান্ডা মাথার ফুটবলার বলা হয়। ট্যাকল করলে যিনি হাসেন। নিশ্চিত সিদ্ধান্ত বিরুদ্ধে গেলেও মাথা গরম করতে দেখা যায় না তাঁকে। সেই তিনিই কিনা চরম বিতর্কে জড়িয়েছেন। প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা। মার্তিনেজ ১১ মিনিটে গোল করেছিলেন। কিন্তু এই ম্যাচই আর্জেন্টিনা হেরে গিয়েছে। চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে মেসি সে ভাবে খেলতে পারছেন না। এই ম্যাচেও তাই হয়েছে। তাতেই মেজাজ হারিয়েছেন তিনি। রেফারি একটি পেনাল্টির দাবি নাকোচ করে দেওয়ায় রেগে গিয়ে কিছু কথা বলতেও দেখা গিয়েছে। ভক্তরা এমন মেসিকে এর আগে দেখেননি।

এক ভক্ত রোনাল্ডোর টাইমলাইনে এই ভিডিয়ো পোস্ট করে বলেছেন, এমন কাণ্ড যদি রোনাল্ডো ঘটাতেন, সোশ্যাল মিডিয়া তাঁর বিরুদ্ধে চলে যেত। কেউ লিখেছেন, এই লোকটা বিশ্বের সবচেয়ে আগলে রাখা ফুটবলার। রেফারির বিরুদ্ধে এর আগে কখনও সখনও মাথা গরম করতে দেখা গিয়েছে মেসিকে। তবে তা নিয়ে এই মাত্রায় বিতর্ক হয়নি। সেই কারণেই ভক্তরা মেসিকে বিঁধেছেন।



Leave a Reply