পারথ টেস্টে গিলের ‘বিকল্প’ ওয়াকায় ধামাকা দেখানো ঋতুরাজ? দৌড়ে আরও একImage Credit source: X
কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফির উত্তেজনার পারদ মাত্রাতিরিক্ত গতিতে বাড়ছে। আর ঠিক ৫ দিন পর পারথ টেস্টের বল মাঠে গড়াবে। এই মুহূর্তে ওয়াকায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। পারথে ভারতের এ টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। সেখানেই ভারত-এ টিমের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে ফর্মে দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ঋতুরাজ ওয়াকায় ২টো লম্বা ছক্কা হাঁকিয়েছেন। শুধু তাই নয় মানব সুতার ও হর্ষিত রানার বিরুদ্ধেও একটি করে ছয় মেরেছেন ঋতুরাজ। তাই তাঁকে নিয়ে চর্চা চলছে। জানা গিয়েছে, প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বাঁম হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল। যদি পারথ টেস্টে তিনি খেলতে না পারেন, তা হলে তাঁর জায়গায় দেখা যেতে পারে কাকে? বিকল্প হিসেবে উঠে আসছে ঋতুরাজ গায়কোয়াড় ও সাই সুদর্শনের নাম।
ঋতুরাজ ও সুদর্শন দুই ক্রিকেটারের নাম ভারতের বর্ডার গাভাসকর ট্রফির স্কোয়াডে নেই। এমনকি তাঁরা দু’জন রিজার্ভ প্লেয়ারদের তালিকাতেও নেই। তারপরও তাঁদের অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হতে পারে। শুভমন গিলে তিনে নামেন। প্র্যাক্টিস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তিনি আঙুলে চোট পেয়েছেন। তাই তিনি যদি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ফিট হয়ে না উঠতে পারেন, সেক্ষেত্রে ঋতুরাজ বা সাইকে তিনে ভাবা হতে পারে। তামিলনাড়ুর বাঁ-হাতি ব্যাটার সাই সদ্য মেলবোর্নে অজিদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার আগে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে শেষ ম্যাচে ২১৩ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। তার কিছুদিন আগে দলীপ ট্রফিতেও তাঁর ব্যাটে সেঞ্চুরি এসেছিল। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটেও তাঁকে ছন্দে দেখা গিয়েছিল। ফলে গিলের জায়গায় তিনে সাইকে বিকল্প ভাবা হতেই পারে।
এই খবরটিও পড়ুন
Ruturaj Gaikwad impressed at WACA, smashing 4 sixes—2 off Ashwin, 1 off Sutar, and 1 off Rana—during an outstanding hour-long innings before handing over to Sarfaraz Khan.
~ [RevSportz]#RuturajGaikwad 👑 pic.twitter.com/FmcMVvMG6O
— R S கோபி (@PortentVlogger) November 16, 2024
অবশ্য ঋতুরাজ গায়কোয়াড়ও পিছিয়ে নেই। ওয়াকায় তিনি প্রস্তুতি ম্যাচে ৪ ছক্কা মারার পর বলা হচ্ছে, গিলের বদলি হিসেবে তাঁকে স্কোয়াডে যোগ করা হতে পারে। তবে হাতে যেহেতু দিন পাঁচেক রয়েছে, তাই এর মধ্যে শুভমন ফিট হয়ে উঠবেন এমনই বলছে ক্রিকেট মহল। তা হলে অবশ্য সুযোগ পাবেন না ঋতু, সাইরা।
বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জসপ্রীত বুমরা (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্য়ু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ প্লেয়ার- মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।