Suryakumar Yadav: প্রোটিয়াভূমে সিরিজ জিতে ড্রেসিংরুমে ক্যাপ্টেন স্কাইয়ের বাণী, ‘ভাই লোগ…’Image Credit source: BCCI
কলকাতা: হয় জয়, নয় ড্র — এমন জায়গায় ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। সেখানে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় টিম জো’বার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাটে-বলে তাণ্ডব চালান। নেলসন ম্যান্ডেলার দেশে ৩-১ ব্যবধানে ভারতের টি-২০ (T20) সিরিজ জয়ের নেপথ্যে বড় অবদান রয়েছে তরুণ তুর্কি তিলক ভার্মার। ৪ ম্যাচে ২৮০ রান করে সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন বছর ২২ এর তিলক। পরপর দুই টি-২০ ম্যাচে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। প্রোটিয়াভূমে সিরিজ জিতে ড্রেসিংরুমে ক্যাপ্টেন স্কাই সকলকে প্রশংসায় ভরিয়েছেন। বিসিসিআই শেয়ার করেছে সেই ভিডিয়ো।
জো’বার্গে টি-২০ সিরিজের শেষ ম্যাচ জেতার পর ভারতীয় ড্রেসিংরুমে সূর্যকুমার যাদব বলেন, ‘ভাইরা সকলে খুব ভালো খেলেছ। সকলকে শুভেচ্ছা। সকলেই জানে বিদেশ সফরে এসে সিরিজ জেতা কতটা চ্যালেঞ্জিং। শেষ বার যখন আমরা এখানে এসেছিলাম, স্কোরলাইন ১-১ ছিল। এ বার ২-১ সিরিজে এগিয়ে ছিলাম, তারপর আমরা ঠিক করি কী ভাবে এই ম্যাচটা খেলতে চাই। আর আমি অনুভব করি সকলের সম্মিলিত চেষ্টার ফল পেয়েছি। তাই সকলকে ক্রেডিট দিতে হবে। আমরা একটা টিম হিসেবে সিরিজটা জিতেছি।’
এই খবরটিও পড়ুন
যে তিন ক্রিকেটার প্রোটিয়া সফরের অংশ হয়েও ম্যাচ খেলার সুযোগ পাননি, তাঁদের ড্রেসিংরুমে সিরিজ জয়ের পর ধন্যবাদ জানান অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেন, ‘বিশাখ, জীতেশ, যশদের সমর্থনের জন্য ধন্যবাদ। প্রত্যেক সাপোর্ট স্টাফকেও ধন্যবাদ। ডারবান পৌঁছনোর পর থেকে তাঁরা আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই বলেছি, সেটাকে সমর্থন করেছিলেন। সকলকে তাই ধন্যবাদ।’
সব শেষে ড্রেসিংরুমে এই সিরিজ জয় নিয়ে সূর্য বলেন, ‘এই সিরিজ জয়টা অত্যন্ত স্পেশাল। আমি নিশ্চিত সকলেই সিরিজ জয়ের জন্য খুশি। একইসঙ্গে এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছি আমরা। যে ক্রিকেটাররা এ বার ঘরোয়া ক্রিকেটে ফিরবে তাঁদের শুভকামনা জানাই। আমিও ঘরোয়া ক্রিকেটে ফিরব। সকলকে শুভেচ্ছা জানাই।’
🎥 Dressing Room BTS
Captain Suryakumar Yadav’s Speech after #TeamIndia‘s T20I series win in South Africa 🙌
WATCH 🔽 #SAvIND | @surya_14kumar
— BCCI (@BCCI) November 16, 2024