‘বিরাট বড্ড আবেগি, সমস্যায় পড়তে পারে অস্ট্রেলিয়ায়’, সতর্ক করে দিলেন ম্যাকগ্রা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন মিউজিক! বর্ডার-গাভাসকর ট্রফির আগে বেছে বেছে ভারতের ‘সেরা’দের সঙ্গে মাইন্ড গেম খেলা শুরু করে দিয়েছে অজিরা। ইতিমধ্যেই কোচ গৌতম গম্ভীরকে নিশানা করেছেন রিকি পন্টিং, টিম পেইন। অজি অধিনায়ক প্যাট কামিন্স রোজই কিছু না কিছু বলছেন। পন্টিং আবার নিশানা করেছেন বিরাট কোহলিকেও। এবার কিংবদন্তি পেসার ম্যাকগ্রাও ঘুরিয়ে মানসিক চাপ বাড়ানোর কাজটা শুরু করলেন কোহলির উপর। ম্যাকগ্রা মনে করছেন, ‘আবেগপ্রবণ’ কোহলির জন্য অস্ট্রেলিয়া সফর সহজ হবে না।

ম্যাকগ্রা মনে করছেন, কোহলি আবেগপ্রবণ। ও মানসিকভাবে ভেঙে পড়লে সমস্যায় পড়ে। তাঁর কথায়, “অস্ট্রেলিয়া শুরু থেকেই বিরাটকে কড়াভাবে আটকানোর চেষ্টা করবে। মাঠে অনেক কথাও হবে। শুরুতে যদি বিরাট লড়াই করতে পারে, তাহলে ও ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যদি না পারে তাহলে সমস্যায় পড়বে।” ম্যাকগ্রার সাফ কথা, “বিরাট চাপে আছে। শুরুর দিকে দুএকটা ভালো ইনিংস খেলতে না পারলে ও সত্যিই সমস্যায় পড়ে যাবে।”

এর আগে রিকি পন্টিংও বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা করেন। প্রাক্তন অজি অধিনায়ক বলেন, “গত পাঁচ বছরে বিরাট টেস্টে মাত্র দুটি সেঞ্চুরি করেছে। কোহলি না হয়ে অন্য কেউ হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আর সুযোগই পেত না।” এবার ম্যাকগ্রা খানিক মার্জিতভাবে কামিন্সদের পরামর্শ দিয়ে গেলেন, বিরাটের উপর চাপ দাও। চাপ দিলে ও সমস্যায় পড়বে।

টেস্ট ক্রিকেটে ব্যাটার বিরাট কোহলি লাইমলাইটে আসেন বর্ডার-গাভাসকর ট্রফি থেকেই। বস্তুত অজিভূমে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে বিরাট বেশ সফল। সামনের মহাগুরুত্বপূর্ণ সিরিজেও বিরাট যে মহাগুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে একেবারেই ভালো ফর্মে নেই ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে সব মিলিয়ে ১০০ রানও পেরোতে পারেননি তিনি। চলতি বছর ৬ টেস্টে তাঁর গড় ২২ এর আশেপাশে। এই অবস্থায় বিরাট যাতে ঘুরে দাঁড়াতে না পারেন সেই উদ্দেশ্যেই সম্ভবত যাবতীয় মন্তব্য ধেয়ে আসছে অস্ট্রেলিয়া থেকে।

Leave a Reply