Virat Kohli: স্মার্টফোন হাতে মানেই ট্রোলিং… BGT শুরুর আগে কোহলির ‘বিরাট’ বার্তাImage Credit source: PTI
কলকাতা: বর্তমান যুগে স্মার্টফোন যেন সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কেউ স্মার্টফোন ছাড়া একটা দিন কাটানোর কথা ভাবতেও পারেন না। প্রযুক্তি একদিকে যত উন্নত হচ্ছে, অপরদিকে তার অপব্যবহারও বাড়ছে। অনেকেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ট্রোলিংয়ের পরিমাণ বাড়াচ্ছেন। মানুষ একে অপরকে নিয়ে মজা করতেও ছাড়েন না। ভারতীয় ক্রিকেটাররা যখন ভালো পারফর্ম করতে পারেন না, সেই সময় তাঁরা সমালোচিত হন। সোশ্যাল মিডিয়াকে ঢাল করেন অনেকেই। ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিও (Virat Kohli) বহু সময় ট্রোলিংয়ের মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভালো ও খারাপ দুই দিকই রয়েছে। এ বার অজি সফরের আগে তা নিয়েই বার্তা দিয়েছেন বিরাট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলির এক ভিডিয়ো। যেখানে ইউটিউবার গৌরব চৌধুরির সঙ্গে বিরাটকে একসঙ্গে দেখা যায়। সেখানে কোহলি তরুণদের উদ্দেশ্যে বার্তা দেন, যেন তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নেতিবাচক বার্তা না ছড়ায়। ভাইরাল ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা যায়, ‘আপনারা প্রত্যেকেই গ্যাজেট ব্যবহার করেন। সেগুলো ভালো কাজে লাগান। সকলেই হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। প্রযুক্তিকে ইতিবাচক কাজে লাগান। স্মার্টফোন মারফত আপনারা একাধিক নতুন তথ্য জানতে পারবেন। সুবিধাটা নিন। এটা ব্যবহার করে সমালোচনা করা শুরু করবেন না। স্মার্টফোন থাকলেই কখনওই অন্যকে নিয়ে মজা করা উচিত নয়। ট্রোলিং করাও ঠিক নয়। নেতিবাচক প্রভাব মনে আনবেন না। আপনারা ইতিবাচক থাকুন, তাতে সমাজের উন্নতি হবে।’
এই খবরটিও পড়ুন
Targeting players, families, or kids isn’t cool—it’s just wrong.
If you’re a true Virat Kohli fan, follow his example: stay respectful and spread positivity. Let’s do better. pic.twitter.com/E283InIk3n
— Chase (@holopoem_3) November 15, 2024
বর্তমানে সেই অর্থে ছন্দে নেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলি। সকলের নজর তাই অজি সিরিজ শুরুর আগে তাঁর দিকে রয়েছে। তিনি কামিন্সদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হচ্ছেন। এ বার দেখার সিরিজ শুরু হলে তিনি কেমন পারফর্ম করেন।