‘বিরাটের খেলা উপভোগ করো…’, অজি সমর্থকদের বার্তা কামিন্সদের প্রাক্তন কোচের!


কিংবদন্তিরা কখনও ফুরিয়ে যান না। যতক্ষণ তাঁরা না চান, অন্তত ততদিন। তাই এই সুযোগ হারানো উচিত নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার চান, অজি ক্রিকেট প্রেমীরা এই সুযোগ যেন না হারান। প্রাণভরে বিরাট কোহলির খেলা উপভোগ করুন তাঁরা। কে জানে, এটাই হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে শেষ বার খেলতে দেখার সুযোগ! আর কী বলছেন ল্যাঙ্গার?

অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বিরাট কোহলিকে কতটা সমীহ এবং শ্রদ্ধা করে এ নিয়ে নতুন করে বলার নেই। গত এক বছর সেই অর্থে টেস্ট ক্রিকেটে ফর্মে নেই বিরাট কোহলি। তবে সিরিজ শুরু হলে সে সব পরিসংখ্যান যে ফিকে হয়ে যাবে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ। তাঁর সময়েই প্রথম বার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন।

একটি পডকাস্টে ‘সুপারস্টার’ বিরাটকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন জাস্টিন ল্য়াঙ্গার। সঙ্গে বলছেন, ‘ভারতের সমস্ত ক্রিকেট প্রেমীদের কথা বাদই দিলাম। সারা বিশ্বজুড়েই বিরাট ভক্তের সংখ্যাটা অবিশ্বাস্য। বিরাট কোহলি কত বড় চ্যাম্পিয়ন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ বার প্রত্যাশার চাপ থাকবে ভারতের উপর। ওরা কী ভাবে ঘুরে দাঁড়াবে সেটাই আসল। সেটার জন্যই মুখিয়ে রয়েছি।’

প্রাক্তন অজি কোচ আরও যোগ করেন, ‘আমি এটাই প্রত্যাশা করছি, যদি এটাই বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর হয়, সকলে যেন ওর খেলা উপভোগ করতে পারে। রোহিতও তাই। ওরা সুপারস্টার।’ নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ভারত ক্লিনসুইপ হলেও অস্ট্রেলিয়াকে সতর্ক করছেন প্রাক্তন কোচ।

Leave a Reply