‘অদ্ভূত…’, ভারতের পেসারকে নিয়ে অস্বস্তি স্টিভ স্মিথের


আর্ট অব লিভিং! টেস্ট ক্রিকেটে বল ছাড়াটাও একটা আর্ট। আর সেই আর্টের অন্যতম আর্টিস্ট স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের বল ছাড়ার স্টাইলও নজরকাড়া। তাঁকে দেখে বোলাররা অস্বস্তিতে পড়েন। তবে সেই স্টিভ স্মিথও অস্বস্তিতে পড়েন ভারতের তারকা পেসারকে নিয়ে। জসপ্রীত বুমরা। একটা সময় বুমরাকে শুধুমাত্র টি-টোয়েন্টি স্পেশালিস্ট তকমা দেওয়া হত। লাল-বলের ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক অনবদ্য পারফরম্যান্স। বর্তমানে তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। পারথ টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন। তার আগে স্টিভ স্মিথ যা বলছেন…।

শুধু স্টিভ স্মিথই নন, জসপ্রীত বুমরাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ট্রাভিস হেড, উসমান খোয়াজাও। বুমরাকে অতীতেও সামলেছেন। তাতেও অবশ্য অস্বস্তি কাটেনি। অন্তত স্টিভ স্মিথ তাই বলছেন। গত বছর আজকের দিনেই ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অনবদ্য সেঞ্চুরি করেছিলেন। বুমরা-সামিরা চেষ্টা করলেও হেডের কাছে হার মানতে হয়। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড। সকলেই অবশ্য বুমরাকে ভারতের গোল্ডেন আর্ম বলছেন।

এই খবরটিও পড়ুন

বুমরাকে নিয়ে স্টিভ স্মিথ ব্যতিক্রমী জবাব দিচ্ছেন। স্মিথ বলছেন, ‘ওর বোলিং স্টাইলটাই অদ্ভূত। অনেক বোলারের থেকেই পুরোপুরি আলাদা। ওর বিরুদ্ধে মানিয়ে নেওয়াটা অনেকটাই সময় সাপেক্ষ। ওর বিরুদ্ধে অনেক ম্যাচই খেলেছি। তারপরও বলতে পারি, ওর বিরুদ্ধে সেট হতে অনেকটা সময় লাগে।’

Leave a Reply