পারথে অভিষেক দুই তরুণ তুর্কির? অজিবধে নয়া অস্ত্রে শান কোহলির


শুভায়ন চক্রবর্তী, পারথ: এগিয়ে আসছে অগ্নিপরীক্ষার দিন। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। পারথের ওপ্টাস স্টেডিয়ামে সবুজ পিচ অপেক্ষা করে আছে কোহলিদের জন্য। তার আগে নিবিড় অনুশীলনে মগ্ন রইল ভারতীয় দল। সেই সঙ্গে মোটামুটি স্পষ্ট হয়ে গেল জশপ্রীত বুমরাহর নেতৃত্বে প্রথম একাদশ কী হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

এর আগে ম্যাচ সিমুলেশন করেছে টিম ইন্ডিয়া। এদিন ওপ্টাস স্টেডিয়ামে গম্ভীর বাহিনী প্র্যাক্টিস শুরু করল। যা শুরু হল পিচ পর্যবেক্ষণ দিয়ে। এই মাঠেই ২০১৮ সালে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন কোহলি। অন্যদিকে টালমাটাল গুরু গম্ভীরের আসন। পিচের মাঝে দাঁড়িয়ে দুজনের চোয়ালই কি একটু শক্ত হয়ে উঠল? প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে উত্তর দেওয়ার দায়িত্ব যে দুজনের কাঁধেই রয়েছে।

এর পর শুরু হল ফিল্ডিং অনুশীলন। টি দিলীপের প্রশিক্ষণে দীর্ঘক্ষণ ঘাম ঝড়ালেন দেবদত্ত পাড়িক্কলরা। ভিতরে টেনশনের যে পরিস্থিতিই থাকুক না কেন, বাইরে কিন্তু হাসিঠাট্টার মধ্যেই চলল অনুশীলন। চলল স্লিপের ক্যাচিংও। প্রায় এক ঘণ্টা ধরে স্লিপে পাড়িক্কল, কোহলি, কেএল রাহুল, যশস্বীরা নিবিড় অনুশীলন চালালেন। সেখানেও অবশ্য যাবতীয় স্পটলাইট কোহলির উপরেই। সবাই ফিরে গেলে পরে আরও আধঘণ্টা চলল তাঁর ক্যাচিং প্র্যাক্টিস।

আসল পরীক্ষা অপেক্ষা করেছিল তার পর। ওপ্টাসের সবুজে ঢাকা পিচে চারটি পিচে ব্যাটিং প্র্যাক্টিসে ঢুকলেন যশস্বী, রাহুলরা। তাতেই মোটামুটি স্পষ্ট হয়ে গেল ভারতের প্রথম একাদশ কী হতে পারে। প্রথম নেটে ঢুকলেন যশস্বী-রাহুল। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তাঁদের। চোটের জন্য নেই শুভমান গিল। দ্বিতীয় নেটে ঢুকলেন সম্ভাব্য তৃতীয় ও চতুর্থ স্থানের ব্যাটার পাড়িক্কল ও কোহলি। তৃতীয় নেটে ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। চতুর্থ নেটে নামলেন রবীন্দ্র জাদেজা। সেখানে সরফরাজ অনুশীলন চালালেও, প্রথম একাদশে তাঁর সম্ভাবনা তুলনায় কম। নতুন বল, অল্প পুরনো বলে কখনও হাত ঘোরালেন আকাশদীপ, মুকেশ কুমাররা, আবার কখনও চলল থ্রো ডাউন প্র্যাক্টিস।

স্বাভাবিকভাবেই নজর ছিল কোহলির দিকে। ম্যাচ সিমুলেশনেও চেনা ছন্দে ছিলেন না। নেটে অবশ্য রাজকীয় মেজাজেই পাওয়া গেল ‘কিং’ কোহলিকে। কাট করলেন, পুল শট হাঁকালেন, চেনা পরিসরের বাইরে গিয়ে ব্যাট ফুট পাঞ্চ মারতেও দেখা গেল কোহলিকে। নীতীশ, সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণদের বল অনায়াসে শট মারলেন। আর অবশ্যই কভার ড্রাইভ মারার সময় ব্যাটে-বলে হওয়ার শব্দে আশার আলো জাগতে পারে ভক্তদের মধ্যে। তুলনায় পন্থ, জুরেলরা বেশি মনোযোগ করলেন নিজেদের ডিফেন্সে। প্র্যাক্টিসে ভালো ছন্দে ছিলেন জুরেল। এদিনের অনুশীলনের পর ছয় নম্বর জায়গাটা কার্যত পাকা জুরেলের জন্য। দলে থাকার সম্ভাবনা নীতীশ কুমার রেড্ডির। বোলিংয়ে বুমরাহ-সিরাজের সঙ্গী হতে পারেন হর্ষিত রানার। অর্থাৎ নীতীশের পাশাপাশি অভিষেক হতে পারে হর্ষিতেরও। জোড়া অভিষেকের সঙ্গে তারুণ্য-অভিজ্ঞতার মিশেল। পারথ টেস্টের পরীক্ষায় সেটাই অস্ত্র হতে পারে গম্ভীরের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply