ওয়াকায় প্রস্তুতি পর্ব শেষ। ম্যাচ ভেনু পারথে প্র্যাক্টিস শুরু করে দিয়েছে ভারত। প্রথম সেশনে ভারতের মূল নজর ছিল স্লিপ ক্যাচিংয়েই। আর সেখানেই বুমরার অ্যাকশনে ক্যাচ বিরাট কোহলির! গত কয়েক বছর ভারতের স্লিপ কর্ডনে প্রচুর পরিবর্তন হয়েছে। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে পরবর্তী সময়ে স্লিপ কর্ডন বদলেছে। নতুনরা জায়গা নিচ্ছেন। তেমনই পারথ টেস্টে পাওয়া যাবে না রোহিত শর্মা, শুভমন গিলকে পাওয়া যাবে না। স্লিপ কর্ডনেও বদল আনতে হচ্ছে। তেমনই দেখা গেল পারথের প্রথম প্র্যাক্টিসে।
ভারতের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টিও। তার আগে অবশ্য স্লিপ ক্যাচিংয়ে বেশি জোর দিতে দেখা গিয়েছে। ঘরের মাঠে গত দুই টেস্ট সিরিজে স্লিপ ক্যাচিং ভালো হয়েছে। বিশেষ করে বলতে হয় যশস্বী জয়সওয়ালের কথা। তরুণ এই ওপেনার দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় পেস বাউন্সি পিচে আরও বেশি সতর্ক থাকতে হয়। যে কোনও ডেলিভারিতেই এজ লাগতে পারে এবং স্লিপে আসতে পারে।
এই খবরটিও পড়ুন
পারথে স্লিপ ক্যাচিং প্র্যাক্টিসের সময় একটি অনেক উঁচু ক্যাচ। বিরাট কোহলি স্পট জাম্পে এক হাতে তা লুফে নেন। ঠিক যেমনটা জসপ্রীত বুমরা বোলিংয়ের সময় করেন। দেখে মনে হবে, বিরাট যেন বুমরার মতো বল রিলিজ করছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাটের এই ছবি পোস্ট করে লিখেছে, কোহলি কিন্তু বুমরার বোলিং অ্যাকশন নকল করছেন না। যদিও ছবিটা দেখে তেমনই মনে হবে।
No, Kohli’s not imitating bumrah’s action here. THAT’S. A. CATCH! 🤭🙌 pic.twitter.com/oacDdipvij
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 19, 2024