রোহিতের সঙ্গে ফিরছেন শুভমন গিল! গোলাপি টেস্টের জন্য ‘সুখবর’


পারথ টেস্টের প্রস্তুতি চলছে জোরকদমে। ওয়াকায় নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত। সেখানকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অনেকটাই সাহায্য করেছে প্রস্তুতি ম্যাচ। তাতে অবশ্য অস্বস্তিও হয়েছে। ওয়াকায় প্রস্তুতি ম্যাচে স্লিপে ফিল্ডিংয়ের সময় একটি লো-ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। পারথ টেস্টে পাওয়া যাবে না তাঁকে। সে কারণে ভারত এ দলের সঙ্গে যাওয়া দেবদত্ত পাড়িক্কালকে অস্ট্রেলিয়ায় ব্যাক আপ হিসেবে রেখে দেওয়া হয়েছে। এর মাঝেই স্বস্তির খবরও।

প্রথম টেস্টে থাকছেন না ক্যাপ্টেন রোহিত শর্মাও। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন রোহিত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। তার আগে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ভারতীয় দলের। সেই ম্যাচের আগেই রোহিত টিমের সঙ্গে যোগ দেবেন বলে খবর। প্রস্তুতি ম্যাচেও খেলার কথা তাঁর। একই সঙ্গে অ্যাডিলেড টেস্টে পাওয়ার সম্ভাবনা জোরালো শুভমন গিলকেও।

এই খবরটিও পড়ুন

প্রাথমিক ভাবে বলা হয়েছিল, শুভমনের আঙুলের চোট সারতে অন্তত দু-সপ্তাহ লাগবে। সে ক্ষেত্রে অ্যাডিলেডে তাঁর খেলা নিয়ে একটু সংশয় থাকতোই। রেভস্পোর্টসের খবর অনুযায়ী, শুভমনের আঙুলের স্ক্যান রিপোর্ট স্বস্তির। তাতে কোনও চিড় ধরা পড়েনি। টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র। ফলে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে পাওয়া যাবে তাঁকে। রোহিতের পাশাপাশি শুভমনও না থাকায় পারথ টেস্টের ব্যাটিং কম্বিনেশন নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে ভারতীয় শিবির। রোহিতের সঙ্গে অ্যাডিলেডে শুভমনও যোগ দিলে টিম আরও মজবুত হবে।

Leave a Reply