স্লিপ কর্ডনে লুকিয়ে পারথে ভারতের ব্যাটিং কম্বিনেশন! অভিমন্যু ঈশ্বরণ ওয়েটিংয়ে?


প্র্যাক্টিস দেখে অনেক কিছু আন্দাজ করা যায়। সব ক্ষেত্রে তা মিলবে, এমনটা নয়। তবে পারথ টেস্টে ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হতে পারে, তার একটা ইঙ্গিত যেন প্র্যাক্টিসেই পাওয়া গেল। বরং বলা ভালো ম্যাচের তিন দিন আগের স্লিপ কর্ডনেই যেন ব্যাটিং কম্বিনেশনের ইঙ্গিত। পারথ টেস্টে নেই নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। কয়েকদিন আগে স্লিপে লো-ক্যাচ নেওয়ার সময় আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। তাঁকেও পারথ টেস্টে পাওয়া যাবে না। ফলে টপ অর্ডারে তৈরি হয়েছিল শূন্যতা। কী ইঙ্গিত মিলল?

রোহিত ও শুভমন না থাকায় ওপেনিং কম্বিনেশনের পাশাপাশি ভাবতে হচ্ছে ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশন নিয়েও। রোহিতের না থাকার বিষয়টি আভাস ছিলই। সে কারণেই ব্যাক আপ ওপেনার হিসেবে রাখা হয় অভিমন্যু ঈশ্বরণকে। সঙ্গে ছিলেন লোকেশ রাহুলও। এর আগে ইংল্যান্ড এবং বাংলাদেশেও টেস্ট স্কোয়াডে ব্যাক আপ হিসেবে জায়গা পেয়েছিলেন অভিমন্যু। কিন্তু কোনওবারই খেলার সুযোগ হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে তাঁর কাছে সেই সম্ভবনা। আপাতত ‘ছিল’ যোগ করতে হচ্ছে।

এই খবরটিও পড়ুন

প্রাথমিক পরিকল্পনা যা বলছিল, যশস্বীর সঙ্গে ওপেন করতেন লোকেশ রাহুলই। কিন্তু শুভমনের ছিটকে যাওয়ায় পরিস্থিতি পাল্টেছে। ভারত এ দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাওয়া বাঁ হাতি ব্যাটার দেবদত্ত পাড়িক্কালকে সিনিয়র স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে। প্র্যাক্টিসের স্লিপ কর্ডন যেন বলছে, দেবদত্ত একাদশেও জায়গা পাচ্ছেন, অভিমন্যুকে এ বারও ওয়েটিং লিস্টেই থাকতে হচ্ছে।

ঘরের মাঠে গত ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে ছিলেন দেবদত্ত। সেই সিরিজে আকাশ দীপ, ধ্রুব জুরেল, সরফরাজদের ডেবিউ হলেও দেবদত্ত সুযোগ পাননি। পারথের প্র্যাক্টিসে দেখা যায় প্রথম স্লিপে দেবদত্ত পাড়িক্কাল, দ্বিতীয় স্লিপে বিরাট কোহলি, লোকেশ রাহুল থার্ড এবং জয়সওয়াল চতুর্থ স্লিপে। গালিতে ধ্রুব জুরেল। এটা যদি কোনও ইঙ্গিত হয়, সেই অনুযায়ী ভারতের টপ সিক্স আন্দাজ করা যায়। যশস্বীর সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল, তিনে দেবদত্ত পাড়িক্কাল। চারে বিরাট কোহলি, পাঁচে ঋষভ পন্থ এবং ছয়ে ধ্রুব জুরেল।

ভারত এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচটিতে খেলার জন্য লোকেশ রাহুল ও জুরেলকে আগেই পাঠানো হয়েছিল। এমসিজি-তে রাহুল ভরসা দিতে না পারলেও সেই ম্যাচে দু-ইনিংসেই অনবদ্য ব্যাটিং করেছিলেন ধ্রুব জুরেল। ফলে তাঁকে মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানো হতে পারে। দেবদত্তকে এখনও যদিও সরকারি ভাবে স্কোয়াডে যোগ করা হয়নি।



Leave a Reply