IND vs AUS: বিরাটের ‘ফেডেরার’ স্লেজিং! ১০ বছরেও ভুলতে পারেননি অজি স্পিনার


অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং স্লেজিং। একটা সময় তাদের একাধিপত্য ছিল। ভারতের বিরুদ্ধে অবশ্য সেটা হয়ে ওঠেনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময় থেকেই পাল্টা পেতে শুরু করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যা ক্রমশ বেড়েছে। ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এ বিষয়ে অস্ট্রেলিয়ার কাছে ‘ত্রাস’। ক্যাপ্টেন থাকাকালীন তাঁকে সামলাতে আরও বেশি সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। ২০১৮-১৯ সিরিজের কথাই ধরা যাক। অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গার ড্রেসিংরুমে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন, কোনও অবস্থাতেই কেউ যেন বিরাটকে স্লেজিং না করেন। বিরাট কোহলিকেও সাংবাদিক সম্মেলনে স্লেজিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিরাটের মন্তব্য ছিল, সীমার মধ্যে থেকে হলে এটা কোনও খারাপ বিষয় নয়।

পারফরম্যান্সের পাশাপাশি স্লেজিংয়ের দিক থেকে অস্ট্রেলিয়ায় মজার চরিত্র হয়ে উঠেছেন ঋষভ পন্থ। তাঁর কিপিংয়ের সময় অনেক সময় ধারাভাষ্যকারও চুপ থাকেন। স্টাম্প মাইকে অনেক মজার কথাই ধরা পড়ে। তবে ২০১৪ সালে বিরাট কোহলির স্লেজিং এখনও ভুলতে পারেননি অজি স্পিনার নাথান লিয়ঁ। সেই ঘটনাই তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্পিনার।

রজার ফেডেরারকে চেনেন না, এমন ক্রীড়াপ্রেমী পাওয়া দুস্কর। মাস্টার ব্লাস্টার সচিনের সঙ্গে রজারের সাক্ষাৎ হয়েছে। তেমনই বিরাট কোহলি-রজার ফেডেরারেরও। টেনিসের রাজা রজার ফেডেরারের ফোরহ্যান্ড রিটার্ন যেন শিল্প। নাথান লিয়ঁ ২০১৪ সালের সিরিজ প্রসঙ্গে বলছেন, ‘বিরাটের সঙ্গে আমার দ্বৈরথ প্রসঙ্গ এলে মনে পড়ে দশ বছর আগে অ্যাডিলেডের সেই ঘটনা। দু-ইনিংসেই সেঞ্চুরি করেছিল বিরাট। ওকে বোলিং করছি, রান নিয়ে নন স্ট্রাইকার প্রান্তে এসে বারবার শুধু বলছে ফেডেরার।’

সেই সিরিজ নানা দিক থেকেই ঘটনাবহুল ছিল। মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছিলেন। বিরাট কোহলি পাকাপাকি ভাবে টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছিলেন। সেই সিরিজে বিরাট ব্যাট হাতেও সফল। বিরাটের কেরিয়ারের টার্নিং পয়েন্টও বলা যায়। চারটি সেঞ্চুরি সহ ৬৯২ রান করেছিলেন কোহলি। নাথান লিয়ঁ আরও যোগ করেন, ‘ও বারবার ফেডেরারের কথা বলায়, আমি ওকে বলি, যদি ভুল না হই আমরা বোধ হয় ভুল খেলা খেলছি। কারণ, ফেডেরার ক্রিকেট খেলে না।’ বিরাট জবাবে লিয়ঁকে বলেছিলেন, ‘আমার ফোরহ্যান্ড ঠিক ফেডেরারের মতোই।’ লিয়ঁ আরও যোগ করেন, ‘ওকে বলি, ঠিক আছে এটা নিয়ে আমরা ইনিংস ব্রেকে আলোচনা করব।’

দশ বছর পর আরও একটা সিরিজ। ফের মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি ও নাথান লিয়ঁ। মাঝে অনেক ম্যাচেই একে অপরের প্রতিপক্ষ হিসেবে খেলেছেন। তবে বর্ডার-গাভাসকর ট্রফির বিশেষ মুহূর্ত হিসেবে অ্যাডিলেডের সেই ‘ফেডেরার’ স্লেজিং ভোলেননি লিয়ঁ।

Leave a Reply