সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল-সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। ১৪ বছর পর ফের কি ভারতে আসতে চলেছে মেসির আর্জেন্টিনা? তেমনটাই দাবি করছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তাঁর দাবি, ২০২৫ সালে কেরলে ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা।
ভারতে ফের কবে মেসি আসবে, এই নিয়ে মাঝেমধ্যেই জল্পনা শোনা গিয়েছে। এর মধ্যে কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। কিন্তু ২০১১-র পর আর ভারতের মাটিতে পা দেননি মেসি। এবার কি সেটা সম্ভব হবে? কেরলের ক্রীড়ামন্ত্রীর অন্তত তেমনটাই বক্তব্য। এমনিতে মেসি ও আর্জেন্টিনার গোটা দলকে এদেশে আনার খরচ অনেক। তবে আবদুরাহিমান আশাবাদী। তাঁর বক্তব্য, “রাজ্যের ব্যবসায়ীদের মাধ্যমে আমরা হাই প্রোফাইল ফুটবল ইভেন্ট আয়োজনের আর্থিক সাহায্য পাব।”