টাকার থলি নিয়ে আইপিএল নিলামে পাঞ্জাব, কাদের কেন্দ্র করে দল গড়বেন পন্টিং?


আইপিএলের মেগা নিলামে (IPL Auction 2025) বাকি হাতে গোনা কয়েকটা দিন। সেরা দল তৈরি করতে নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। জল্পনা রয়েছে ক্রিকেট মহলেও। মেগা নিলামে কী হতে চলেছে কোন দলের স্ট্র্যাটেজি, বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ নজরে পাঞ্জাব কিংস

আইপিএলের অন্যতম ‘ব্যর্থ’ ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। ধারাবাহিকতার অভাব। কোচিং স্টাফের উপর অনাস্থা। ক্রিকেটারদের উপর অনাস্থা। প্রতি বছর নতুন করে দলগঠন। এসবের মিশেলে এখনও ট্রফি জেতা হয়নি পাঞ্জাবের। এবছর রিকি পন্টিংকে কোচ করে সেই পরিস্থিতিতে বদল আনতে চাইছে পাঞ্জাব।

রিটেনশন তালিকা:
শশাঙ্ক সিং (আনক্যাপড) (৫.৫ কোটি)
প্রভসিমরন সিং (আনক্যাপড) (৪ কোটি)
পার্স:
মেগা নিলামের আগে সবচেয়ে বেশি পার্স রয়েছে পাঞ্জাবেরই। ১১০ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে প্রীতি জিন্টার দল।
আরটিএম:
পাঞ্জাবের হাতে ৪টি আরটিএম রয়েছে। সবকটিই ব্যবহার করা যাবে ক্যাপড ক্রিকেটারদের জন্য।

প্রয়োজন:
প্রায় গোটা দল। পাঞ্জাবের রিটেনশন তালিকা ছিল সবচেয়ে ছোট। মাত্র দুজন আনক্যাপড ক্রিকেটার ধরে রেখেছে পাঞ্জাব। সেক্ষেত্রে প্রায় সব পজিশনেই প্রথম সারির ক্রিকেটার প্রয়োজন। প্রয়োজন অধিনায়কও। কোচ রিকি পন্টিংকে নিখুঁত কৌশলে দল সাজাতে হবে। সেটা না করতে পারলে এবারেও সমস্যায় পড়তে পারে প্রীতির দল।

লক্ষ্য কারা?
খাতায়কলমে সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নামছে পাঞ্জাব। দেখে মনে হতে পারে নিলাম টেবিলে অ্যাডভান্টেজ পাবে পাঞ্জাব কিংস। কিন্তু বাস্তব হল, টাকার অঙ্কটা বেশি হলেও নিলাম থেকে গোটা দল গঠন করাটা বেশ কষ্টকর। তাছাড়া পাঞ্জাবের কাছে ভালো ভারতীয় ক্রিকেটার সেভাবে নেই। নিলামেও প্রথম সারির ভারতীয় ক্রিকেটার পাওয়া কঠিন। নিলামে সবার প্রথমে পন্টিং যেটা খুঁজবেন, সেটা হল অধিনায়ক। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন কোচ নিয়ের প্রাক্তন ‘ছাত্র’ ঋষভ পন্থের জন্য ঝাঁপাতে পারে। পন্থকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবে পাঞ্জাব। নিতান্তই তাঁকে না পাওয়া গেলে শ্রেয়স আইয়ার বা কেএল রাহুলের কথাও ভাবতে পারে দিল্লি। জিতেশ শর্মা, অর্শদীপ সিংয়ের মতো পাঞ্জাবেরই প্রাক্তন ক্রিকেটারদের নিলাম থেকে ফেরানোর মরিয়া চেষ্টা করবেন পন্টিং। সেক্ষেত্রে আরটিএমও ব্যবহার করতে পারে পাঞ্জাব।

রিকি পন্টিং কোচ হিসাবে আসায় পাঞ্জাবে অজি ক্রিকেটারের সংখ্যা এ বছর বাড়তে পারে। পন্টিং পাঞ্জাবের হয়ে টার্গেট করতে পারেন মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসদের। এমনকী অভিজ্ঞতার জন্য ডেভিড ওয়ার্নার বা স্টিভ স্মিথের কথাও ভাবতে পারেন তিনি। অজি পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডকেও টার্গেট করতে পারে পাঞ্জাব। ভারতীয় পেসারদের মধ্যে খলিল আহমেদ, বৈভব অরোরাকে, রসিক সালামও টার্গেট করতে পারেন পন্টিং। প্রথম সারির ভারতীয় ব্যাটারদের বিকল্প সেভাবে না থাকায় জাতীয় দলের চৌহদ্দিতে না থাকা তবে আইপিএলে সফল, এমন ব্যাটারদের টার্গেট করতে পারে পাঞ্জাব। সেক্ষেত্রে সরফরাজ খান, রাহুল ত্রিপাঠী, ময়ঙ্ক আগরওয়াল, দীপক হুডা, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়াররা টার্গেট হতে পারেন। স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, রাহুল চাহার এমনকী পীযুষ চাওলাকেও টার্গেট করতে পারে প্রীতির ফ্র্যাঞ্চাইজি।

Leave a Reply