বিরাটকে নিয়ে কতটা চিন্তায় টিম? খোলসা করলেন বুমরা


গত এক বছরে মাত্র একটা টেস্ট সেঞ্চুরি। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মিলিয়ে পাঁচ টেস্টে মাত্র একটি হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির ফর্ম স্ক্যানারে। বোর্ডের তরফে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ায় পারফর্ম করতে না পারলে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস হলে চার সুপার সিনিয়রের এটাই শেষ সিরিজ হয়ে দাঁড়াতে পারে। তাঁদের মধ্যে একজন বিরাট কোহলি। পারথ টেস্টে নেই রোহিত, শুভমন। বিরাট কোহলির থেকে প্রত্যাশা আরও বেশি। তাঁকে নিয়ে কতটা চিন্তায় টিম? খোলসা করলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা।

পারথ টেস্টের এক দিন আগে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন জসপ্রীত বুমরাকে নানা প্রশ্নই সামলাতে হল। তার মধ্যে বিরাট কোহলিকে নিয়ে যে প্রশ্ন থাকবে, এমনটাই স্বাভাবিক। হতাশার হোম সিরিজের পর অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে খুব একটা ছাপ ফেলতে পারেননি। তবে প্র্যাক্টিস এবং ম্যাচের মধ্যে যে অনেক ফারাক, বলার প্রয়োজন পড়ে না। বিরাটকে নিয়ে বুমরা বলছেন, ‘আমার কোনও প্রয়োজন নেই কোহলিকে জ্ঞান দেওয়ার। ওর নেতৃত্বেই টেস্ট অভিষেক করেছি। একটা সিরিজ খারাপ যেতেই পারে। ও একইরকম আত্মবিশ্বাস নিয়ে খেলে।’

এই খবরটিও পড়ুন

অস্ট্রেলিয়ার প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররাও মনে করছেন, হোম সিরিজে যাই হোক, অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির অন্য রূপ দেখা যাবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গার, দুই প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কও তাই মনে করেন। এই সিরিজে বিরাট কোহলিই সবচেয়ে বেশি রান করবে বলে মত অজি কিংবদন্তিদের। তেমনই ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও এক সুরেই কথা বলেছেন। বর্তমান অজি দলও সতর্ক বিরাটকে নিয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি বরাবরই ভালো খেলেন। এ বারও তেমন কিছুই হবে সেটা অস্ট্রেলিয়ার আশঙ্কা এবং ভারতের প্রত্যাশা।

Leave a Reply