সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের যুদ্ধে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে মহারণের আগে খানিকটা চাপ অনুভব করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পারথ টেস্টে নামার আগে তিনি মেনে নিচ্ছেন, ভারত যথেষ্ট শক্তিশালী। তাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে গিয়ে বেশ চাপে থাকবে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন অজি অধিনায়ক। সেখানে তিনি বলেন, “বর্ডার-গাভাসকর ট্রফি মানে বরাবরই একটা লড়াকু সিরিজ হয়। এ বার পাঁচ টেস্টের সিরিজ। দু’দলের প্রবল লড়াই হবে। নিঃসন্দেহে এটা বড় সিরিজ। ভারতও খুব ভাল দল। তবে আমরাও তৈরি। বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে।”
তবে অজি অধিনায়ক মেনে নিচ্ছেন, ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নামলে তাঁদের উপরে বিরাট চাপ থাকবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দেশের মাটিতে খেলতে নামলে সব সময়েই চাপ থাকে। ভারত বেশ প্রতিভাবান দল। আমাদের কাজটা সহজ নয়। তবে সিরিজ নিয়ে এখনই খুব বেশি ভাবছি না।” উল্লেখ্য, গত দুবার ঘরের মাঠেই বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে অস্ট্রেলিয়ার। সেই ইতিহাস মনে রেখেই বেশ উদ্বিগ্ন কামিন্স।
পারথ টেস্টে হয়তো ভারতের হয়ে অভিষেক হতে পারে নীতীশ রেড্ডির। আইপিএলে যিনি কামিন্সের সতীর্থ। ম্যাচের আগের দিন কামিন্স বলেন, “নীতীশ প্রতিভাবান। আইপিএলে খুব বেশি বল না করলেও ও ভালো সুইং করাতে পারে।” সহকারী কোচ ড্যানিয়েল ভেটোরিকে ছাড়াই প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। কারণ আইপিএলের নিলামে যোগ দেবেন ভেটোরি। পারথ টেস্ট চলাকালীন আইপিএলের মেগা অকশন হলেও সেই নিয়ে বিশেষ মাথা ঘামাতে চান না কামিন্স। আপাতত তাঁর লক্ষ্য, চাপ সামলে বর্ডার-গাভাসকর ট্রফি জেতা।