এর আগে ইংল্যান্ড সফর। এ বার অস্ট্রেলিয়া। পরিস্থিতি যদিও আলাদা। ইংল্যান্ড সফরে একটি টেস্ট ছিল। কোভিডে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন রোহিত। সেই সিরিজের ভাইস ক্যাপ্টেন লোকেশ রাহুলও যেতে পারেননি। একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা। সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন রোহিত শর্মা। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চান। তিনি একটি টেস্টে থাকতে পারবেন না, এমন সম্ভাবনা ছিলই। সে কারণেই বুমরাকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছিল। রোহিতের অনুপস্থিতিতে পারথে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে মজার উত্তরও পাওয়া গেল বুমরার থেকে।
টেস্টে প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন তা নয়। তবে এ বারের গুরুত্ব অনেক বেশি। সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছে ভারত। ক্যাপ্টেন্সিই শুধু নয়, ব্যাটার রোহিত শর্মার পারফরম্যান্সও হতাশার ছিল। নিউজিল্যান্ড সিরিজের শেষ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন, জসপ্রীত বুমরাকে স্থায়ী ভাবে টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে। ভারতীয় বোর্ডও হয়তো ভবিষ্যতের জন্য তেমনই ভাবছে। আপাতত রোহিত শর্মা ক্যাপ্টেন, এটাই সত্য।
এই খবরটিও পড়ুন
পুরো সিরিজেই কি তাঁকে ক্যাপ্টেন করা যেত? পারথে এক ম্যাচে নেতৃত্ব দেওয়া দিয়ে বুমরাকে প্রশ্ন করা হলে মজায় উত্তর দেন। বুমরা বলেন, ‘আমি তো আর রোহিতকে বলতে পারি না, এই ম্যাচই শুধু নয়, পুরো সিরিজটাই দেখে নিচ্ছি। কারণ, ওই আমাদের ক্যাপ্টেন। আর ও দারুণ সাফল্য দিয়েছে। অধিনায়ক হিসেবে শুধু এই ম্যাচটা নিয়েই ভাবছি। পরের ম্যাচে পরিস্থিতি পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। সুতরাং, বর্তমান নিয়েই ভাবতে চাই। আমাকে এই ম্যাচে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ইংল্যান্ডে নেতৃত্ব দিয়েছি। উপভোগও করেছি। এ বারও চেষ্টা করব যতটা সম্ভব অবদান রাখার।’