রোহিতের থেকে কি পরামর্শ নিয়েছেন? ক্যাপ্টেন্সি নিয়ে বুমরার জবাব…


নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা নেই। এই সম্ভাবনা ছিলই। টিম ম্যানেজমেন্ট প্রস্তুতও ছিল। রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে ক্যাপ্টেন্সি করবেন জসপ্রীত বুমরা। এর আগে ইংল্যান্ড সফরে একটি টেস্টে ক্যাপ্টেন্সি করেছিলেন বুমরা। এ ছাড়াও সাদা বলে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে বর্ডার-গাভাসকর ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজের শুরুতেই ক্যাপ্টেন্সি। একেবারেই সহজ নয়। যে কোনও টুর্নামেন্ট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ। প্রথম টেস্ট বাড়তি গুরুত্ব রাখে। রোহিতের সঙ্গে কি কথা হয়েছে জসপ্রীত বুমরার?

পারথ টেস্ট নিয়ে উত্তেজনায় ফুটছেন। নেতৃত্ব প্রথম বার না হলেও বর্ডার-গাভাসকর ট্রফি! উত্তেজনা থাকাই স্বাভাবিক। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের লজ্জা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। কোনও পরামর্শ? ক্যাপ্টেন্সি প্রসঙ্গে বুমরা বলেন, ‘আমার কাছে এটা গর্বের। আমার নেতৃত্বের নিজস্ব স্টাইল রয়েছে। বিরাট কোহলি একরকম ছিল, রোহিত অন্যরকম। আমারও স্টাইল আলাদা। আমি গর্বিত। দায়িত্ব নিতে আমি ভালোবাসি।’

এই খবরটিও পড়ুন

এরপরই রোহিত প্রসঙ্গ যোগ করেন বুমরা। বলেন, ‘রোহিতের সঙ্গে আগে কথা হয়েছিল। তবে নেতৃত্ব নিয়ে স্বচ্ছতা এসেছে এখানে পৌঁছনোর পরই। আমি সব সময়ই পছন্দ করি, পেসাররা ক্যাপ্টেন্সি করুক। পরিকল্পনার দিক থেকে তারা আরও দক্ষ। প্যাট কামিন্স দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। আমাদের কপিল দেবও ছিলেন। আশা করি, ভবিষ্যতেও এই রীতি তৈরি হবে।’

Leave a Reply