কাদের বিরুদ্ধে গোলাপি টেস্টের প্রস্তুতি রোহিতদের? ঘোষণা অস্ট্রেলিয়ার


চলছে পারথ টেস্ট। এরপর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেড নিয়ে আতঙ্কও রয়েছে ভারতীয় শিবিরে। গত অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছিল অ্যাডিলেডেই। গোলাপি বলে দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। তবে সফরে ঘুরে দাঁড়িয়েছিল এবং সিরিজও জিতেছিল ভারতীয় দল। এ বার দ্বিতীয় টেস্ট ডে-নাইট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু-দিনের ম্যাচ। গোলাপি বলে দিন-রাতের। এই ম্যাচ দিয়েই অ্যাডিলেডের প্রস্তুতি সারবেন রোহিত-বিরাটরা। কারা থাকছে প্রতিপক্ষ টিমে?

অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। ভারতের প্রস্তুতি ম্যাচটি হবে ৩০ নভেম্বর-১ ডিসেম্বর। ভারতকে অবশ্য কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। সেটা ব্যাটিং হোক বা বোলার। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা দুই ক্রিকেটার স্কট বোল্যান্ড ও ম্যাট রেনশ থাকছেন। পেসার স্কট বোল্যান্ড গোলাপি বলে আরও বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তেমনই টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা ম্যাট রেনশ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। এ ছাড়াও জ্যাক এডওয়ার্ডস, স্যাম হার্পার ও লয়েড পোপ এবং স্যাম কন্টাস।

অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ- জ্যাক এডওয়ার্ডস (ক্যাপ্টেন), চার্লি অ্যান্ডারসন, মাহলি বার্ডম্যান, স্কট বোল্যান্ড, জ্যাক ক্লেটন, এডেন ও’কনর, ওলি ডেভিস, জেডেন গুডউইন, স্যাম হার্পার, হ্যানো জ্যাকবস, স্যাম কন্টাস, লয়েড পোপ, ম্যাট রেনশ, জেম রায়ান।

Leave a Reply