পারথ টেস্টের মাঝেও আইপিএল নিলাম! মাঠেই পন্থের ‘দল’ জানার আগ্রহ অজি স্পিনারের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বর্ডার গাভাসকর ট্রফির ধুন্ধুমার লড়াই। আবার অন্যদিকে আসন্ন আইপিএল নিলাম। দুইয়ের জ্বরে কাবু ক্রিকেটভক্তরা। আর শুধু ভক্ত-সমর্থকরা বললে ভুল হবে। নিলাম নিয়ে জল্পনার রেশ পড়েছে পারথ টেস্টে। সেই নিয়ে গল্প জমল পন্থ আর নাথান লিয়নের মধ্যেও।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। ২৪-২৫ নভেম্বর আইপিএলের নিলাম। সেখানে ভাগ্যনির্ধারণ হবে ঋষভ পন্থের। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু এবার তাঁকে রিটেন করা হয়নি। দিল্লির ম্যানেজমেন্ট বদল হওয়ায় পন্থের সঙ্গে দূরত্ব বাড়ে। তিনি চেয়েছিলেন দিল্লির অধিনায়ক থাকতে। সূত্রের খবর, সেই প্রস্তাবে গ্রিন সিগন্যাল না পেয়েই তিনি দল ছাড়েন।

অন্যদিকে আইপিএল নিলামে নেই অজি স্পিনার নাথান লিয়ন। কিন্তু তার জ্বর থেকে দূরে থাকতে পারলেন কোথায়? পারথে তখন ব্যাট করছেন পন্থ। হঠাৎ কাছে এসে তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন লিয়ন। হাসিমুখে পালটা উত্তরও দেন পন্থ। দুজনের কথাই স্ট্যাম্প মাইকে স্পষ্ট ধরা পড়ে। কী প্রশ্ন করেছিলেন লিয়ন? তাঁর প্রশ্ন ছিল, “নিলামে কোন দলে যাচ্ছ?” সঙ্গে সঙ্গে উত্তর দেন পন্থ। তিনি বলেন, “আমার কোনও ধারণা নেই।”

দুজনের কথোপকথন ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। দুজনের হালকা চালের কথাবার্তাতেও অবশ্য চিরাচরিত অজি ‘স্লেজিং’-এর ছায়া দেখছেন অনেকে। হেজেলউড, কামিন্সদের সামলে যে ভারতের রান ১৫০ উঠল, তার পিছনে পন্থের ৩৭ রানের অবদান আছে। অতীতেও তিনি বার বার ভুগিয়েছেন অস্ট্রেলিয়াকে। আবার আইপিএলে বিরাট দাম উঠতে পারে পন্থের জন্য। এই পরিস্থিতিতে আইপিএলের কথা তুলে পন্থের মনঃসংযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলেও মনে করছেন অনেকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply