ভিডিয়ো: সেলিব্রেশনে তাড়াহুড়ো! সহজ ক্যাচ মিস বিরাট কোহলির, ভুল শুধরে নিলেন দ্রুতই


লো-স্কোরিং ম্যাচ। এখনও অবধি তাই। ভারত প্রথম ইনিংসে তুলেছে মাত্র ১৫০ রান। স্বাভাবিক ভাবেই প্রতিপক্ষকে যতটা সম্ভব দ্রুত আউট করতে হবে। ২০০-র মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারলেও ম্যাচে ফেরার দুর্দান্ত সুযোগ থাকবে। এর জন্য প্রতিটা রানই আটকানো জরুরি। সঙ্গে চাই দুর্দান্ত ফিল্ডিং। পারথে বিরাট কোহলির দুটো ভিন্ন রূপে স্বস্তি এবং অস্বস্তি। ক্যাপ্টেন জসপ্রীত বুমরা প্রথম ব্রেক থ্রু দিয়েছিলেন। দ্বিতীয় সুযোগ হারান বিরাট কোহলির জন্যই।

পারথে অভিষেক হয়েছে অজি ওপেনার নাথান ম্যাকসোয়েনির। ঘরোয়া ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করেন ম্যাকসোয়েনি। তাঁকে ওপেনার হিসেবে নেওয়া হয়েছিল। স্ট্রাইক রোটেট করার মরিয়া চেষ্টা করেন। উসমান খোয়াজার সঙ্গে যদিও বড় জুটি গড়তে পারল না। সৌজন্যে বিরাট কোহলির ‘পরামর্শ’। বোলিং করছিলেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। লেগ বিফোরের আবেদন করলেও অন ফিল্ড আম্পায়ার আউট দেননি।

ডিআরএসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উইকেট কিপার। ঋষভ পন্থ নিজের ইনপুট দেন, ব্যাটে লাগার আওয়াজ পেয়েছেন তিনি। বুমরা নিজে বলেন সামনে থেকে ক্লোজ মনে হয়েছে। বিরাট ইনপুট দেন, আগে প্যাডে লেগেছে, রিভিউ নেওয়াটাই ভালো। প্রাক্তন ক্যাপ্টেনের ভরসায় অবশেষে রিভিউ নেন বুমরা। উইকেটও মেলে। কিন্তু এরপরই ব্লান্ডার।

বোলার সেই জসপ্রীত বুমরাই। ক্রিজে সদ্য এসেছেন মার্নাস লাবুশেন। ডানহাতি লাবুশেনের আউটসাইড এজ সেকেন্ড স্লিপে বিরাট কোহলির হাতে। বল ধরেও নিয়েছিলেন। বুমরা সহ বাকিরা সেলিব্রেশনে মত্ত। হঠাৎই বিরাট সিগন্যাল দেন ক্যাচ হয়নি। ক্যাচ নিলেও তাড়াহুড়োয় তা হাত ফসকে যায়। দ্বিতীয় ব্রেক থ্র অবশ্য ক্যাপ্টেন জসপ্রীত বুমরার সৌজন্যেই। ক্যাচও সেই বিরাটের। উসমান খোয়াজার আউট সাইড এজ কোমরের উচ্চতায়। এ বার আর ভুল করেননি বিরাট কোহলি। ১৯ রানেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুটিই বুমরার ঝুলিতে।



Leave a Reply