ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। এ বার দু-দিন ধরে চলবে অকশন। সৌদি আরবের শহর জেড্ডায় এ বারের অকশন হবে। দেশ-বিদেশের ১৫৭৪ জন ক্রিকেটার রেজিস্টার করেছেন আইপিএলের জন্য। যদিও এর মধ্যে হয়তো দল পাবেন ২০০ জনের মতো ক্রিকেটার। নিলামে নজর থাকবে একঝাঁক সুপার স্টারের দিকে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাইপ্রোফাইল বেশ কয়েকজন যেমন লোকেশ রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, মহম্মদ সামি। তেমনই বিদেশি ক্রিকেটারদের মধ্যে জস বাটলার, মিচেল স্টার্করা রয়েছেন। অকশনের আগে আইপিএল শুরুর তারিখও প্রকাশ্যে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুধু আগামী বছরেরই নয়। দুর্দান্ত একটা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের। আগামী তিন বছরের উইন্ডো জানিয়ে দেওয়া হল। ২০২৫ সালের আইপিএল শুরু ১৪ মার্চ। ফাইনাল ২৫ মে। ২০২৬ সালের আইপিএল হবে ১৫ মার্চ থেকে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল ১৪ মার্চ থেকে ৩০ মে। বোর্ডের তরফে আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজিকে মেইলে এই উইন্ডো জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তরফে এমনটাই খবর।
গত তিন মরসুমের মতো আগামী আইপিএলেও থাকছে মোট ৭৪টি ম্যাচ। যদিও আইপিএল মিডিয়া রাইটস বিক্রির সময় প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, ম্যাচ সংখ্যা বাড়ানো হবে। সেই অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালে ৮৪টি এবং ২০২৭ আইপিএলে ৯৪টি ম্যাচের কথা ছিল। আপাতত যা ঠিক হয়েছে, ৭৪টি ম্যাচই হবে ২০২৫ সালের আইপিএলে।
এই খবরটিও পড়ুন
বিদেশি ক্রিকেটারদের নিয়ে প্রতি আইপিএলেই একটা সমস্যা দেখা দেয়। অনেক প্লেয়ারকেই পুরো আইপিএলের জন্য পাওয়া যায় না। এ বার অবশ্য সংশ্লিষ্ট বোর্ডের থেকে ছাড়পত্র নেওয়া হচ্ছে। যে সমস্ত বিদেশি ক্রিকেটাররা আইপিএলে দল পাবেন, পুরো মরসুমেই খেলবেন। গুরুতর চোট থাকলে সেটা আলাদা বিষয়।