সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৭৪ জন নন, আইপিএলে নিলামে উঠতে চলেছেন ৫৭৭ জন। শেষবেলায় ৩ ক্রিকেটারের নাম সংযোজন করল বিসিসিআই। এদের মধ্যে দুজন বিদেশি এবং একজন ভারতীয়।
যে তিনজন নিলামে নতুন করে ঢুকলেন তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম হোফ্রা আর্চার। ইংল্যান্ডের এই পেস বোলারকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসাবে ধরা হয়। নিলামে তাঁর নাম উঠলে একাধিক ফ্র্যাঞ্চাইজি যে আর্চারের জন্য ঝাঁপাবে সেটা বলার অপেক্ষা রাখে না। নিলামে প্রথম তালিকায় তাঁর নাম না থাকায় অনেকেই অবাক হন। শোনা যাচ্ছে, আদৌ আইপিএলে পুরো সময় আর্চার খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত তিনি বোর্ডকে জানিয়েছেন, আইপিএলের পুরো মরশুমই তিনি খেলবেন। তার পরই নিলামের তালিকায় তাঁর নাম যোগ করা হয়েছে।
এদিকে যে ৩ জনের নাম ঢোকানো হয়েছে তাঁদের মধ্যে দ্বিতীয় বড় নাম মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকর। গত টি-২০ বিশ্বকাপে বেশ ভালোরকম নজর কেড়েছেন সৌরভ। তিনি দেশের হয়ে ৩৬টি টি-টোয়েন্টিতে ৩৬টি উইকেট নিয়েছেন। আমেরিকার হয়ে জাতীয় দলে খেললেও সৌরভের জন্ম মুম্বইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের বাইরে সেভাবে খেলেননি। তবে বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স দেখে কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাতেও পারে। তৃতীয় যে ক্রিকেটারের নাম নিলাম তালিকায় এল তিনি হলেন হার্দিক তামোরে। তিনি উইকেটরক্ষক ব্যাটার। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১টি ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, আগামী রবি ও সোমবার সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলামের আসর। ভাগ্য নির্ধারিত হবে ৫৭৭ জন ক্রিকেটারের। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ২৫০ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে ৪৬ জনকে রিটেন করেছে বিভিন্ন দল। অর্থাৎ মেগা নিলামে দল পেতে পারেন আরও ২০৪ জন ক্রিকেটার।