স্টাফ রিপোর্টার: ম্যাচ শুরুর আগে প্রেস বক্সের ঠিক উলটো দিক থেকে সুবিশাল টিফোটা নেমে এসেছিল। যে টিফোর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে ছিলেন আলবার্তো রডরিগেজ। বিষয় ভাবনার অভিনবত্বে ভরা এশিয়ার সবচেয়ে বড় এই টিফোর আয়তন ১২ হাজার ৬০০ স্কোয়ার ফুট! মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স এরিনার তরফ থেকে এই টিফো তৈরি করা হয়েছিল জামশেদপুর ম্যাচে। সেখানে মোহনবাগানের বিদেশি ফুটবলারদের উজ্জ্বীবিত করার জন্য বেশ কয়েকটি শব্দ লেখা, ‘আমাদের ভালোবাসা তোমাদের মুখে হাসি ফোটাবে।’ সেখানে মোহনবাগানের সব বিদেশিদের ছবি আঁকা। এই টিফোই কি জাগিয়ে দিল সবুজ-মেরুনের বিদেশিদের?
এর আগে ১১ হাজার ৩৭৫ বর্গ ফুট টিফোটি তৈরি করতেও খরচ হয়েছে দেড় লক্ষ টাকার বেশি। ম্যাচ শেষে হাসি মুখে মাঠ ছাড়ছিলেন ম্যাকলারেনরা। মেরিনার্স এরিনার সিইও কৌস্তভ দেবনাথ বলছিলেন, ‘‘মোহনবাগান মাঠেও সেরা, আবার ভাবনা চিন্তাতেও সেরা। সৃঞ্জয় বোস বলেছিলেন এই কথাটা আমাদের। ওনার কথাতেই এই টিফো তৈরি করার সাহস দেখিয়েছি আমরা। এই ইতিহাস তৈরির দিন দল জিতেছে আনন্দ বেড়ে গেল অনেকটাই।”
এর আগে ২০২২ সালে মাঞ্জাপাড্ডা নামের এক ফ্যান ক্লাব কেরালা ব্লাস্টার্স ম্যাচে ১১ হাজার ৭৫২ বর্গ স্কোয়ার ফুটের টিফো বানিয়েছিল। তারপর চলতি আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেডের সমর্থকরা মুম্বই সিটি এফসির ম্যাচে ১২ হাজার ২৭৫ বর্গ স্কোয়ার ফুটের টিফো নামিয়েছিলেন। সেই সবকিছুকেই যেন শনিবাসরীয় রাতে ছাপিয়ে গেল মোহনবাগান সমর্থকরা। কৌস্তুভ আরও জানান, “এই বিদেশিরা দেশ ছেড়ে পরিবার ছেড়ে আমাদের আনন্দ দিচ্ছে। এই প্রয়াস ওদের পাশে দাঁড়ানোর।”