সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রত্যাশিত বললেও কম বলা হয়। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া। ভারতীয় পেসারদের দাপটে উড়ে গেলেন অজি ব্যাটাররা। শেষ উইকেটের জুটিতে ২৫ রান না যোগ করলে হয়তো আরও দুঃখ ছিল কামিন্স ব্রিগেডের কপালে। কিন্তু স্টার্ক অনবদ্য ব্যাটিং করে ভারতের সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে আনলেন। শেষ পর্যন্ত ৪৬ রানের লিড পেল টিম ইন্ডিয়া। সেটাও এই পিচে বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে।
টেল-এন্ডারদের আউট করতে না পারা। বহু পুরনো রোগ ভারতের। পারথে শেষদিকে যেন সেই রোগই মাথাচাড়া দিল। গোটা ইনিংসে যেখানে পেসাররা দাপট দেখালেন, সেখানে শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে মিচেল স্টার্ক ২৫ রানের জুটি বেঁধে ফেললেন। সেটা না হলে হয়তো আরও লজ্জায় পড়তে হত অজিদের।
প্রথম দিনের শেষে ৭ উইকেটে ৬৭ রান করে রীতিমতো ধুঁকছিল অজিরা। এদিন সকালেও শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। আগের দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স কেরিকে দ্বিতীয় ওভারেই ফেরান বুমরাহ। দলের রান তখন ৭০। নবম উইকেটের পতনও হয়ে দ্রুতই। নাথান লিয়ন আউট হন ৫ রান করে। তখন দলের রান ৭৯। তখন অন্যপ্রান্তে ধৈর্য ধরে ব্যাট করে গিয়েছেন স্টার্ক। শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে সেই স্টার্কই অজিদের পৌঁছে দিলেন ১০৪ রানে। তিনি করলেন ২৬ রান।