ভারতে ফুটবলকে আরও জনপ্রিয় করতে চাই, বলছেন ডিএফবির কি ডামহোলজ়


নয়াদিল্লি: ‘ভারতের ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে চাই’, স্টুটগার্টে নিউজ় নাইনের গ্লোবাল সামিটে বলে দিলেন ডিএফবির মিডিয়া সত্ত্বর ডিরেক্টর কি ডামহোলজ়। খেলা, বিশেষ করে ফুটবলকে ঘিরেই এই সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ব্যবসা-বানিজ্য, অর্থনীতি, প্রযুক্তির পাশাপাশি ইন্দো-জার্মান গাঁটছড়া ফুটবলকেও একই রকম ভাবে সমৃদ্ধ করে তুলতে চায়। ‘ইন্ডিয়া অ্যাজ় আ ফুটবলিং নেশন: আ জার্মান টেমপ্লেট’ শীর্ষক আলোচনায় অংশ নিলেন অনেকেই। সেখানেই ডামহোলজ় তুলে ধরলেন তাঁর দর্শন।

ডামহোলজ় তরুণ প্রজন্মে জোর দিতে চান। যাঁদের মধ্যে ছড়িয়ে দিতে ফুটবল। সারা বিশ্বে এই খেলাটাকেই এক প্রজন্মের সঙ্গে আর এক প্রজন্মের সেতুবন্ধনের কাজ করে। জার্মানির হাত ধরে ভারতকে যদি ফুটবল খেলিয়ে দেশ হিসেবে প্রতিষ্ঠা পেতে হয়, তা হলে তরুণ প্রজন্মের মধ্যেই ফুটবলের প্রসার ও প্রচার চালাতে হবে। তবে আসল লড়াইটা প্রতিভা খুঁজে বের করা।

ডামহোলজ় একই সঙ্গে বলে দিচ্ছেন, জার্মানির মতো বড় দেশ ভারতকে অনেক কিছু শেখাতে পারে। একই সঙ্গে ভারতের মতো সমৃদ্ধ দেশও অনেক কিছু শেখাতে পারে দেশকে। ডিএফবির ফোকাসই হল ফুটবল খেলিয়ে দেশ হিসেবে ভারতের ভিশনকে সাপোর্ট করা। যে কারণে, ডিএফবির আরও লিগ ফ্রিতে ভারতের মতো দেশে দেখানোর ব্যবস্থা করা হবে। যাতে ফুটবলের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হয়।



Leave a Reply