ভিডিয়ো: রানার চোখ রাঙানি, ‘আমি কিন্তু আরও জোরে…’, জবাব স্টার্কের


গুরু-শিষ্য! বলাই যায়। কেরিয়ারের প্রথম টেস্ট খেলছেন হর্ষিত রানা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন। গত মরসুমে তাঁর পারফরম্যান্স আরও ভালো হওয়ার কারণ ছিল মিচেল স্টার্কের সঙ্গ। পারথের দ্বিতীয় দিন মজার মুহূর্তও দেখা গেল। দ্বিতীয় দিন হর্ষিত রানাকে দিয়েই স্পেল শুরু করান জসপ্রীত বুমরা। উল্টো প্রান্তে তিনি নিজে। মিচেল স্টার্ককে একটি বাউন্সার দিতেই কোনওরকমে ডাক করেন। এরপরই রানার চোখ রাঙানিতে হেসে স্টার্কের জবাব, ‘আমি কিন্তু তোমার চেয়ে জোরে বল করি, এটা আমার মনে থাকবে।’ সেটা যে স্রেফ মজা করেই বলেছেন, কোনও ওয়ার্নিং নয়, দু-জনের হাসিতেই পরিষ্কার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত সংস্করণে ছিলেন সতীর্থ। মেন্টর হিসেবে কেকেআরে ফিরেছিলেন গৌতম গম্ভীর। মিনি অকশনে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় স্টার্ককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা রেকর্ড দাম। স্টার্কের মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার। প্র্যাক্টিসে অনেক কিছুই শেখার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতে বারবার স্টার্কের প্রশংসায় রানা বলেছেন, ‘ও যে এত বড় মাপের পেসার, কখনও সেই অহংবোধ নিয়ে চলেনি। তরুণদের সবসময় পরামর্শ দিতে এগিয়ে আসতেন। প্রচুর শেখার সুযোগ পেয়েছি।’

দেশের জার্সিতে খেলছেন। দু-জনেরই টার্গেট সেরাটা দেওয়ার। তাই গুরুত স্টার্ককেও বাউন্সার দিতে দ্বিধা করেননি। এরপরই সেই মজা। যদিও কিছুক্ষণ পর হর্ষিত রানার আরও একটি বাউন্সার। সেটি অবশ্য ডাক করতে পারেননি। বল স্টার্কের হেলমেটে লাগে। দ্রুত তাঁর কাছে আসেন রানা। স্টার্ক হেসে বোঝান, তিনি ঠিক আছেন। দু-জনের সম্পর্কও দুর্দান্ত। খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে কেকেআরে যে গুরু-শিষ্যর সম্পর্কটা তৈরি হয়েছিল সেটাও অটুট। দ্বিতীয় দিন প্রথম স্পেলে নাথান লিয়ঁর উইকেটও নেন হর্ষিত রানা।



Leave a Reply