স্টাফ রিপোর্টার : গত কয়েক দিন ধরেই গ্রেগ স্টুয়ার্ট রানিং শু পড়ে অনুশীলনে মাঠে নামছিলেন। দলের ফিজিওর কাছে অনুশীলনও করছিলেন সাইড লাইনে। শুক্রবার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন। বলও মারলেন। যদিও মোহনবাগান কোচ জোসে মোলিনা অনুশীলনে নামার মিনিট দশেক আগেই গ্রেগকে নিয়ে শনিবার জামশেদপুর ম্যাচে ঝুঁকি না নেওয়ার সম্ভাবনার কথা জানিয়ে গিয়েছেন। তবে চোট থেকে ফেরা অনিরুধ থাপাকে এই ম্যাচে পাওয়া যাবে। শনিবার ঘরের মাঠে প্রতিপক্ষ জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল কার্ড সমস্যার জন্য থাকছেন না। এবারে আইএসএলে দারুণ শুরু করলেও গত দু’ম্যাচে দশ গোল খেয়ে যথেষ্টই কোণঠাসা জামশেদপুর।
শনিবার আশিস রাইকেও পাচ্ছে না মোহনবাগান। আশিসের পরিবর্তে দীপেন্দু বিশ্বাস প্রথম একাদশে আসতে পারেন। চোট আঘাতে বেশ কয়েকজন ফুটবলার না থাকলেও জামশেদপুর ম্যাচে সমস্যা হবে না বলে জানিয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। তিনি বলেন, “আমাদের কিছু চোট আঘাত রয়েছে। কিছু ফুটবলার আবার জাতীয় দল থেকে ফিরে যোগ দিয়েছে। শনিবার কয়েকটি পরিবর্তন আসবে ঠিকই। আশিস খেলতে পারবে না। গ্রেগ এখনও খেলার পরিস্থিতিতে আসেনি। তবে আমি চিন্তিত নই। কারণ, আমাদের দলে একাধিক ভালো ফুটবলার রয়েছে। ওদের উপর আস্থা রয়েছে। চোট ফুটবলেরই অঙ্গ।”
গত মরশুমে প্রথম একাদশের গুরুত্বপূর্ণ ফুটবলার হলেও ইদানিং পরিবর্ত ফুটবলার হিসাবেই দেখা যাচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। গ্রেগ না থাকলে তিনিই প্রথম থেকে শুরু করছেন। শনিবারও সেই সম্ভাবনাই বেশি। প্রথম একাদশে নিয়মিত না হলেও দিমিত্রি যে গুরুত্বপূর্ণ তা মানছেন মোলিনা। পাশাপাশি প্রতিপক্ষ জামশেদপুর সম্পর্কে বলতে গিয়ে বলছেন, “গত ম্যাচে দশ গোল খেয়েছে ঠিকই। তবে নিশ্চিত ওরা উন্নতি করেছে। ওদের হেড কোচ হয়ত থাকবে না বেঞ্চে তবে ওর পরিকল্পনা মাফিকই দল খেলবে। ওদের জন্য এটা ভালো নয় ঠিকই। তবে ওদের কঠিন প্রতিপক্ষ হিসাবেই দেখছি।” ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিল ১২ দিন আগে। এই বিরতিতেও ছন্দ পতন হবে না বলেই ধারণা মোলিনার।
বেঞ্চে না থাকলেও দলের সঙ্গে কলকাতা এসেছেন খালিদ। এদিন দলকে যুবভারতীর অনুশীলন মাঠে অনুশীলনও করিয়েছেন তিনি। খালিদ জামিলের পরিবর্তে শনিবার কোচের দায়িত্বে থাকবেন স্টিভেন ডায়াস। তবে চোটের জন্য এই ম্যাচে জামশেদপুর গুরুত্বপূর্ণ ফুটবলার জর্ডন মারেকে। এই মুহূর্তে মোহনবাগান ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে জামশেদপুর এফসি রয়েছে সপ্তম স্থানে। আর ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটা ঘরের মাঠে জেসন কামিংসরা জামশেদপুরকে হারাতে পারলে পয়েন্টের বিচারে সুনীল ছেত্রীদের সমান হয়ে যাবে। লিগ টেবিলের শীর্ষে ওঠার এই সুযোগ ঘরের মাঠে হারাতে চাইবে না জেমি ম্যাকলারেনরা। দলের আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হলেও মোহনবাগান কোচ কিন্তু জেমি ম্যাকলারেনদের পাশে দাঁড়িয়েই জানাচ্ছেন কামিংস, ম্যাকলারেনদের প্রতি তাঁর আস্থা অটুট। এদিন জেমি ম্যাকলারেনকে দেখা গেল অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলের জার্সি পরা অনুশীলনে আসতে।