Virat Kohli: পারথে চাপমুক্তির হাফসেঞ্চুরি বিরাট কোহলির, গ্যালারির সঙ্গে উচ্ছ্বাসে অনুষ্কা
কলকাতা: টেস্টে পাঁচ ইনিংস পর বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে দেখা মিলল হাফসেঞ্চুরির। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে মাঠ ছেড়েছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠল তাঁর ব্যাট। এ যেন ঠিক কোহলির ব্যাটে চাপমুক্তির হাফসেঞ্চুরি। চা বিরতিতে তিনি গিয়েছিলেন ৪০ রানে। তারপর ফিরে এসে ৯৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন কোহলি। মাঠে যখন বিরাটের ব্যাট কথা বলতে শুরু করল, টেলিভিশন ক্যামেরা ঘুরল গ্যালারির দিকে। বিরাটের হাফসেঞ্চুরি হতেই পারথে থাকা দর্শকদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠলেন অনুষ্কা শর্মাও।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে এই নিয়ে সপ্তম হাফসেঞ্চুরি করলেন বিরাট। সেই সুবাদে সচিন তেন্ডুলকরের এক রেকর্ডের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কিংবদন্তি সচিনের ব্যাটে এসেছিল ১৩টি হাফসেঞ্চুরি। কোহলি অজিদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ১১তম হাফসেঞ্চুরি করলেন। ফলে এই সফরেই যদি বিরাট আর ২টি হাফসেঞ্চুরি করেন, তা হলেই স্পর্শ করে ফেলবেন মাস্টার ব্লাস্টারকে।
এই খবরটিও পড়ুন
৩ বাউন্ডারি ও ১টি ছক্কা দিয়ে বিরাট সাজিয়েছিলেন তাঁর টেস্ট কেরিয়ারের ৩২তম হাফসেঞ্চুরি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পারথে হাফসেঞ্চুরির পর বিরাটের সেলিব্রেশনের ছবি। একইসঙ্গে স্ট্যান্ড থেকে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় কোহলির স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মাকে। তাঁর হাসিমুখে হাততালির ছবি ঘুরছে নেটদুনিয়ায়। বিরাটের ব্যাটে এ বার সেঞ্চুরি আসে কিনা, সেটাই দেখার।
Anushka Sharma appreciating Virat Kohli Fifty at Perth😍🤍#ViratKohli | #AnushkaSharma | #AUSvsIND pic.twitter.com/fqtFvQhMjt
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) November 24, 2024
Fifty for King Kohli at the Perth. Anushka Sharma in stands cheering for him ❤️ pic.twitter.com/fcO37Ntwb3
— Pari (@BluntIndianGal) November 24, 2024