সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন সেভাবে রান পাননি। কিন্তু অস্ট্রেলিয়ায় ‘নিজের রাজত্বে’ ফিরে ধীরে ধীরে ফর্মে ফিরছেন কিং কোহলি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল বিরাট ছক্কা। বাউন্ডারির ধারে বসে থাকা নিরাপত্তাকর্মীর মাথায় গিয়ে লাগল সেই বল। গোটা ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন মাঠে থাকা ক্রিকেটাররা।
পারথ টেস্টের (IND vs AUS) তৃতীয় দিন ব্যাট করতে নামেন বিরাট (Virat Kohli)। ১০১তম ওভারে মিচেল স্টার্কের বলে বিশাল ছক্কা হাঁকান তিনি। শর্ট বলে একেবারে শেষ মুহূর্তে আপারকাট মারেন। সোজা বাউন্ডারি রোপে গিয়ে আছড়ে পড়ে বল। সেই বলটিই বাউন্স করে সোজা গিয়ে লাগে মাঠের ধারে বসে থাকা এক স্টুয়ার্টের মাথায়। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাথায় হাত দিয়ে বসে পড়েন অপ্টাস স্টেডিয়ামের ওই নিরাপত্তারক্ষী।
পরিস্থিতির গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেওয়া হয়। বিরাট উদ্বিগ্নভাবে তাকান ওই স্টুয়ার্টের দিকে। মাঠ থেকে দৌড়ে বেরিয়ে ওই ব্যক্তির কাছে ছুটে যান নাথান লিয়ন-সহ বেশ কয়েকজন অজি ক্রিকেটার। মাঠে চলে আসেন অস্ট্রেলিয়ার ফিজিও। কনকাশন পরীক্ষা করা হয় তাঁর। তবে শেষ পর্যন্ত জানা যায়, সুস্থ রয়েছেন অপ্টাস স্টেডিয়ামের ওই স্টুয়ার্ট। ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিও।
📂 Virat Kohli’s Swashbuckling six .MP4
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 3, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/w0KmBbFznu
— Star Sports (@StarSportsIndia) November 24, 2024
অন্যদিকে, পারথ টেস্টে চালকের আসনে পৌঁছে গিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ১২৮ ওভার ব্যাট করে ফেলেছেন বিরাটরা। ৪২৫ রান উঠেছে স্কোরবোর্ডে। ভারতের লিড পৌঁছে গিয়েছে ৪৭৩ পর্যন্ত। ৭৭ রানে ব্যাট করছেন বিরাটও। আরও একটি ছক্কাও হাঁকিয়েছেন ইনিংসে। পারথে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি কি করতে পারবেন কিং?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));