IPL Mega Auction 2025 Live: জেড্ডায় জোরদার লড়াই, মেগা অকশনে সুপারস্টারদেরও ভাগ্যপরীক্ষা


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য রেজিস্টার করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। ভারতীয় প্লেয়ার রয়েছেন ৩৬৬, বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২০৮। আইসিসি অ্যাসোসিয়েট নেশনের তিন ক্রিকেটার রয়েছেন। অকশনে ৩১৮ জন ভারতীয় আনক্যাপড, ১২ জন বিদেশি আনক্যাপড প্লেয়ার। দু-দিনের অকশন। সর্বাধিক ২০৪ জন ক্রিকেটার দল পাবেন। এর মধ্যে বিদেশি প্লেয়ারদের জন্য রয়েছে ৭০টি স্লট। নিলামে সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা। এই ব্র্যাকেটে রয়েছেন ৮১ জন ক্রিকেটার। সর্বনিম্ন বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। এই তালিকায় রয়েছেন ৩২০ জন। কোন প্লেয়ার, কোন ফ্র্যাঞ্চাইজিতে, কত দর। মেগা অকশনের যাবতীয় লাইভ আপডেট পাবেন এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply