সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড মানেই আতঙ্ক। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আজও তাড়া করে ৩৬ অলআউটের স্মৃতি। আগামী ৬ ডিসেম্বর থেকে ফের অ্যাডিলেডে খেলতে নামবে। আবারও সেই আতঙ্কের দিনরাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির সেই মহাগুরুত্বপূর্ণ টেস্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সদ্যই দ্বিতীয়বার বাবা হওয়ার পরে ছুটি নিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের অস্ট্রেলিয়া উড়ে যাওয়াটা নির্ভর করছিল, তাঁর সন্তান কবে পৃথিবীর আলো দেখছে সেটার উপর। ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়েছিল, পারথ টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন ভারত অধিনায়ক। কিন্তু পরে জানা যায়, রোহিত বেশ কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তাই প্রথম টেস্টের আগে কোনওমতেই অস্ট্রেলিয়ায় পৌঁছে খেলতে নামা সম্ভব নয়।
পরে জানা যায়, পারথ টেস্টের তৃতীয় দিন অর্থাৎ রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছচ্ছেন ভারত অধিনায়ক। নির্ধারিত সময়েই রবিবার পারথে পৌঁছে যান রোহিত। তার পরে একেবারেই সময় নষ্ট করেননি। সোমবার অর্থাৎ পারথ টেস্টের চতুর্থ দিন তিনি ভারতীয় দলের ড্রেসিংরুমে পৌঁছে যান। কোচ গৌতম গম্ভীরের পাশে বসে বেশ কিছুক্ষণ খেলা দেখেন তিনি। তবে সোমবার সকাল থেকে দুরন্ত ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ৫৩৪-এর বিরাট টার্গেট থাকলেও চাপ সামলে দারুণ ইনিংস খেলেছেন ট্র্যাভিস হেড।
কিছুক্ষণ খেলা দেখার পর পারথেই অনুশীলনে নেমে পড়েন রোহিত। নেটে গিয়ে পিঙ্ক বলে ব্যাট করতে দেখা যায় তাঁকে। স্থানীয়দের মতে, অন্তত ৪৫ মিনিট নেটে ব্যাট করেছেন ভারত অধিনায়ক। ভাইরাল হয়েছে তাঁর প্র্যাকটিসের ভিডিও। সেখানে অবশ্য স্বভাবোচিত আগ্রাসী মেজাজে নয়, খানিক ডিফেন্স করতেই দেখা গিয়েছে হিটম্যানকে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে একেবারেই ভালো ফর্মে ছিলেন না রোহিত। অ্যাডিলেডে কি চেনা ছন্দে ফিরবেন ভারত অধিনায়ক?
Rohit Sharma batted against Pink ball for 49 minutes in his first nets session in Perth. pic.twitter.com/cmjPNoy1AS
— Vimal कुमार (@Vimalwa) November 25, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));