ঋষভ পন্থকে রিটেন না করায় অনেকেই অবাক হয়েছিলেন। দিল্লি কোনওবার আইপিএল জয়ের স্বাদ পায়নি। গুরুতর গাড়ি দুর্ঘটনার পর গত সংস্করণে আইপিএল দিয়েই প্রতিযোগিতা মূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন পন্থ। তার আগের বার পন্থকে যে সম্মান দিয়েছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট এবং গত বারের পারফরম্যান্স বিচার করে অবাক করার মতোই সিদ্ধান্ত নিয়েছিল। তবে নিলামে মাস্টারস্ট্রোক দিয়ে ‘চ্যাম্পিয়ন’ হওয়ার মতোই টিম তৈরি করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। বিশেষ করে লোকেশ রাহুলকে মাত্র ১৪ কোটিতে পাওয়া, মিচেল স্টার্ককে জলের দরে নেওয়া। দিল্লির প্রথম একাদশও যেন তৈরি। সঙ্গে নানা ব্যাক-আপও। যেমন দল গড়ল দিল্লি ক্যাপিটালস।
মেগা অকশনের আগে তারা রিটেন করেছিল-অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস, অভিষেক পোড়েলকে। অকশনে একঝাঁক ক্রিকেটার তুলেছে তারা। প্রথম দিন লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, মিচেল স্টার্কদের কিনেছিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় দিন ফাফ ডুপ্লেসির মতো অভিজ্ঞ প্লেয়ারকে বেস প্রাইসে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের একাদশ কেমন হতে পারে দেখা যাক।
লোকেশ রাহুলের ওপেনিং সঙ্গী হতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। তিনে দেখা যেতে পারে অভিষেক পোড়েলকে। এরপর হ্যারি ব্রুক, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মাকে দেখা যেতে পারে। স্পিনার হিসেবে অক্ষরের সঙ্গে কুলদীপ। প্রয়োজনে স্পিন করতে পারবেন স্টাবস। পেস বোলিংয়ে মিচেল স্টার্কের সঙ্গে মুকেশ কুমার, নটরাজনও বিকল্প রয়েছেন। মুকেশ যেমন নতুন বলে দক্ষ তেমনই স্লগ ওভারেও।
এই খবরটিও পড়ুন
দিল্লি ক্যাপিটালস অকশন থেকে যাঁদের নিয়েছে- লোকেশ রাহুল, ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, টি নটরাজন, মুকেশ কুমার (আরটিএম), মোহিত শর্মা, সমীর রিজভি, আশুতোষ শর্মা, করুণ নায়ার, দর্শন নালকান্ডে, বিপরাজ নিগম, দুষ্মন্ত চামিরা, ডনোভান ফেরেরা, অজয় মণ্ডল, মন্বন্ত কুমার, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি।